মাথায় চেপেছে নতুন শখ, তাতেই মজে আছেন দীপিকা পাড়ুকোন
মাথায় নতুন এক শখ চেপেছে। আপাতত সেই শখ পূরণ করতেই প্রায় রাতদিন এক করে ফেলছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।
কথায় বলে শখ বড় জিনিস। সেই শখ যদি মাথায় চাপে, তবে তাতেই মন পড়ে থাকে। যা এখন হয়েছে দীপিকা পাড়ুকোনের। তিনি এখন ব্যস্ত তাঁর এক নতুন শখ নিয়ে। আপাতত বাড়িতেই দিন কাটাচ্ছেন তিনি।
সন্তানসম্ভবা হওয়ায় বেশি বাইরের কাজ থেকে নিজেকে দূরেই রেখেছেন দীপিকা। তাঁর গর্ভে বড় হচ্ছে রণবীর ও তাঁর প্রথম সন্তান।
তাকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখানোর জন্য যা করণীয় মা হিসাবে তা করছেন দীপিকা। বাড়িতে সময় কাটাতে তাই এবার এক নতুন শখ বেছে নিয়েছেন ভারতীয় চলচ্চিত্র জগতের এই উজ্জ্বলতম তারকা।
দীপিকা এখন অভিনয় ছেড়ে সুচসুতোয় মন দিয়েছেন। সময় পেলেই বসে যাচ্ছেন সেলাই নিয়ে। পাতার মাঝে লাল গোলাপ ফুলের নক্সার কাজ অর্ধেক করেও ফেলেছেন। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তাঁর অনুরাগীদের দেখানোর জন্য।
দীপিকা এটাও লিখেছেন যে তিনি ওটা শেষ হওয়ার পর কেমন হল সেটাও দেওয়ার চেষ্টা করবেন। দীপিকার এই নতুন শখ বেশ পারদর্শিতার সঙ্গেই এগিয়ে যাচ্ছে। তিনি যে সেলাইতেও এতটা দক্ষ তা কারও জানা ছিলনা। এবার দীপিকার এই গুণটির কথাও জানা গেল।
দীপিকার আগামী ছবি এখন মুক্তির অপেক্ষায়। সিনেমায় রয়েছেন অমিতাভ বচ্চন, প্রভাস, কমল হাসানের মত অভিনেতারা। কল্কি ২৮৯৮ এডি নামে এই সিনেমাটি তৈরি হয়েছে ভারতীয় পুরাণ ও সাইফাই-এর মিশ্রণে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা