আত্মহত্যা করলে ১ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া প্রবণতায় পরিণত হয়েছে বলে দিল্লি সরকারকে ভৎর্সনা করল দিল্লি হাইকোর্ট। কিছুদিন আগেই এক পদ, এক পেনশনের দাবিতে আত্মহত্যা করেন এক অবসরপ্রাপ্ত সেনাকর্মী। এই ঘটনায় দিল্লির আপ সরকার মৃতের পরিবারকে ১ কোটি টাকা সাহায্য এবং পরিবারের একজনকে সরকারি চাকরির নির্দেশ দেয়।
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গীতা মিত্তল এবং বিচারপতি সি হরিশঙ্করের ডিভিশন বেঞ্চ সরকারকে প্রশ্ন করে ১ কোটি টাকা ক্ষতিপূরণ যখন দেওয়া হচ্ছে তখন সরকারি চাকরি দেওয়ার প্রয়োজনীয়তা কোথায়? ইতিমধ্যে বেশ কয়েকটি আইনি জটিলতায় দিল্লি সরকারের মুখ পুড়েছে। ফের এদিন আদালতের প্রশ্নের মুখে পড়তে হল কেজরিওয়াল সরকারকে।