
ফোনে আড়ি পাতা নিয়ে বিজেপি নেতা মুকুল রায়ের অভিযোগ খারিজ করল দিল্লি হাইকোর্ট। তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে বলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মুকুলবাবু। এ নিয়ে সিবিআই তদন্তেরও দাবি জানান তিনি। আদালত সেই আবেদনের প্রেক্ষিতে হলফনামা তলব করে। রাজ্য সরকার হলফনামা দিয়ে জানায় এমন কিছু হচ্ছে না।
তারপর এদিন মুকুল রায়ের আর্জি খারিজ করে দিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি বিভু বখরু জানান, রাজ্যের তরফ থেকে পাওয়া হলফনামায় স্পষ্ট, অভিযোগকারীর ফোনে কোনওরকম আড়ি পাতা হচ্ছে না। ফলে অভিযোগটি ভুল এবং ভিত্তিহীন। সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ের কিছুটা হলেও এতে মুখ পুড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।