National

বিধানসভার মধ্যে গোপন সুড়ঙ্গের খোঁজ, দেখতে পারবেন পর্যটকরা

দেশের প্রতি রাজ্যেই বিধানসভা রয়েছে। তেমনই একটি বিধানসভায় পাওয়া গেল একটি গোপন সুড়ঙ্গ। যা ব্রিটিশ আমলের এক নির্মম ইতিহাসের স্বাক্ষর বহন করছে।

বিধানসভার মধ্যে রয়েছে এক গোপন সুড়ঙ্গ। যা মাটির তলা দিয়ে পৌঁছে গেছে সোজা লালকেল্লায়। এমনই এক গোপন সুড়ঙ্গের খোঁজ মেলা নিয়ে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একটি গোপন সুড়ঙ্গ যে দিল্লি বিধানসভার মধ্যে রয়েছে এমন খবর আগেও ছিল। কিন্তু তা খুঁজে বার করা বা তার ইতিহাস নেড়ে ঘেঁটে দেখার চেষ্টা আগে হয়নি। অবশেষে তা খুঁজে বার করে সেখানে নামল মানুষ। শুরু হল সারাইয়ের কাজও।


সুড়ঙ্গ মেরামতি করার কাজ এখন চলবে। সুড়ঙ্গটি দিল্লি বিধানসভা থেকে পৌঁছে গেছে লালকেল্লায় বলে জানিয়েছেন স্পিকার রাম নিবাস গোয়েল। তিনি আরও জানিয়েছেন ব্রিটিশ আমলের এক নির্মম ইতিহাসের সাক্ষ্য বহন করছে এই সুড়ঙ্গ।

তিনি জানিয়েছেন, ব্রিটিশ আমলে দিল্লি বিধানসভায় বসত স্বাধীনতা সংগ্রামীদের বিচারপর্ব। তাঁদের বন্দি করে রাখা হত লালকেল্লায়।‌


সেখান থেকে তাঁদের বিচার করতে ওই সুড়ঙ্গ দিয়ে নিয়ে আসা হত দিল্লির বর্তমান বিধানসভায়। সেখানে বিচার হত তাঁদের। এমনকি একটি ফাঁসিঘরও ছিল সেখানে। যা দীর্ঘদিন বন্ধ।

গোয়েল জানিয়েছেন, এই সুড়ঙ্গটি মেরামতি করার কাজ চলছে। সেটি হয়ে গেলে তা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

আগামী ২৬ জানুয়ারি বা ২০২২ সালের ১৫ অগাস্ট সেটি সাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে। যা থেকে দেশের মানুষ ব্রিটিশ আমলের এক ইতিহাস সম্বন্ধে অবহিত হবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button