
বর্ষা নামতেই শহরে ফের থাবা বসাল ডেঙ্গি। ডেঙ্গিতে প্রাণ গেল ২ পড়ুয়ার। ২ জনেই সল্টলেকের ভারতীয় বিদ্যাভবনের প্রাথমিক বিভাগের পড়ুয়া। মৃত্যুর জেরে স্কুলের অপরিচ্ছন্নতাকেই দায়ী করেছেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশ থাকলেও সে ব্যাপারে উদাসীন স্কুল কর্তৃপক্ষ। অবস্থা বিবেচনা করে স্কুলের প্রাথমিক বিভাগে ১ সপ্তাহের ছুটি ঘোষণা করেছেন স্কুল কর্তৃপক্ষ। অসুস্থ অবস্থায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্রী দমদমের বাসিন্দা পূর্বিতা হাজরা। রবিবার তার হাসপাতালেই মৃত্যু হয়। ওই একই দিনে ডেঙ্গিতে মৃত্যু হয় ওই স্কুলেরই প্রাথমিকের ছাত্র সল্টলেকের বাসিন্দা বিবস্বান গুহঠাকুরতার। এরপর সোমবার স্কুল খুলতেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অভিভবাকরা।