জিনসের প্যান্টে একটা ছোট্ট পকেট থাকে, কি রহস্য এই পকেটের
জিনসের প্যান্ট তো অনেকেই পরে থাকেন। সেই প্যান্টের ২ ধারে ২টি বড় পকেটের মধ্যে একটিতে একটি ছোট্ট পকেটও থাকে। এই পকেট বিশেষ কারণে তৈরি।
জিনসের প্যান্ট ফ্যাশন দুনিয়ার হাত ধরে নানা রূপে পরিবর্তিত হয়েছে। মূলগতভাবে জিনসের প্যান্ট নীল রংয়েরই হয়। যাকে ডেনিম বলা হয়। জিনসের প্যান্ট উনবিংশ শতাব্দীতে জন্ম নেয়। প্রথমে তা তৈরি হয়েছিল শ্রমিকদের জন্য। এমন একটি কাপড়ের প্যান্ট যা সহজে ছিঁড়ে যাবেনা। কারণ শ্রমিকরা শ্রমসাধ্য কাজ করেন।
পরনের পোশাক সেক্ষেত্রে দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জিনস তৈরির পর ১৮৯০ সালে লিভাইস সংস্থা জিনসের প্যান্টে একটি ছোট্ট পকেট যোগ করে। যা আজও দেখতে পাওয়া যায়।
সেই ছোট্ট পকেটটি জিনস কিনলে দেখা যায় ঠিকই, কিন্তু অনেকেই তার ব্যবহারিক দিক বা কেন সেটি দেওয়া হয় তা জানেন না। জিনস পরেন, কিন্তু ওই ছোট্ট পকেটটি অব্যবহৃতই থেকে যায় চিরদিন।
১৮৯০ সালে ওই ছোট্ট পকেটটি জিনসে যোগ করার একটা বিশেষ কারণ ছিল। তখন শ্রমিকরাই মূলত জিনসের প্যান্ট পরতেন। তাঁরা পকেট ঘড়ি ব্যবহার করতেন।
যাতে কাজের সময় সেই পকেট ঘড়িটি সুরক্ষিতভাবে থাকে, পকেটে তা রাখার পর পড়ে যাওয়ার ভয় না থাকে, সেজন্য জিনসে ওই ছোট্ট পকেট যুক্ত করা হয়েছিল।
যতদিন পকেট ঘড়ির চল ছিল, ওই ছোট্ট পকেটটির ব্যাবহারও ছিল। এখন আর পকেট ঘড়ির ব্যবহার নেই। তবে জিনসে সেই ছোট্ট পকেটটি থেকেই গেছে।
এখনও জিনস কিনলে ছোট্ট পকেটটি থাকে। তবে তার এখন সত্যিই কোনও ব্যবহার নেই। ফলে তা এখন জিনসের শোভাবর্ধক এবং বিশেষত্ব হিসাবেই থেকে যায়।