পৃথিবীতে নানা রংয়ের হিরে পাওয়া যায়, কত রংয়ের জানেন
হিরে মানেই তো হৃদয়ের খুব কাছে থাকা এক অতি মূল্যবান রত্ন। যে রত্ন কিন্তু নানা রংয়ে পাওয়া যায়। পৃথিবীতে কত রংয়ের হিরে পাওয়া যায় জানেন।
হিরে শুনলেই যে ঝলমলে চোখধাঁধানো রত্নখণ্ডটি চোখের সামনে ভেসে ওঠে তার মহিমা ও আকর্ষণকে উপেক্ষা করতে পারেননা পৃথিবীর কোনও প্রান্তের মানুষই। এই হিরে যখন খনি থেকে উত্তোলন করা হয় তখন তা আকরিক আকারে থাকে।
তারপর নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে ঝলমলে রত্ন বেরিয়ে আসে তার রং সম্বন্ধে মোটামুটি সকলের একটা সাধারণ ধারনা আছে। অনেকেই বলবেন হিরে তো স্বচ্ছ হয়। কিন্তু পৃথিবীতে নানা রংয়ের হিরে পাওয়া যায়।
পৃথিবীতে রংয়ের ভিত্তিতে ১২ রকম রংয়ের হিরে পাওয়া যায়। যাকে হিরের বেস কালার বলা হয়। যার মধ্যে রয়েছে হলুদ, লাল, কমলা, নীল, গোলাপি, সবুজ, খয়েরি, বেগুনি, খয়েরি ও বেগুনি নীল।
এছাড়াও ২টি রংয়ের হিরে পাওয়া যায়। একটি সাদা ও অন্যটি কালো। তবে রংয়ের তীব্রতা অনুযায়ী প্রতি রংয়ের হিরের আবার ৯টি করে ভাগ হয়।
হালকা থেকে গাঢ় রংয়ের ওপর সেই ভাগ নির্ভর করে থাকে। আবার হালকা হলুদ রংয়ের হিরে হয়না। লাল হিরেও হালকা রংয়ের পাওয়া যায়না।
যখন এই রঙিন হিরে কাটা হয় তখন কিন্তু তার উজ্জ্বলতার চেয়েও তার রংকে বেশি গুরুত্ব প্রদান করা হয়। তাই নানা আকারে এই রঙিন হিরে কাটা হয়ে থাকে।
সব মিলিয়ে হিরে মানেই কিন্তু স্বচ্ছ ঝলমলে রত্নটি নয়, বরং নানা রংয়ের হিরেই খনি থেকে পাওয়া যায়। যা অলঙ্কার তৈরিতে ব্যবহারও হয়।