বাংলা সাহিত্যে তাঁর অবদান কম নয়। তাঁর লেখার গুণমুগ্ধের সংখ্যাও কম নয়। সেই দিব্যেন্দু পালিত চলে গেলেন। যাদবপুরের একটি হাসপাতালে এদিন মৃত্যু হয় তাঁর। অসুস্থ ছিলেন। ওই হাসপাতালেই ভর্তি ছিলেন। বৃহস্পতিবার দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর।
সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপ্ত দিব্যেন্দু পালিত তাঁর মননশীল লেখার জন্য চিরকাল বাঙালির মনে নিজের একটা আলাদা জায়গা নিয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। তাঁর মৃত্যু বাংলা সাহিত্য জগতে এক শূন্যতা তৈরি করল। এদিন দিব্যেন্দুবাবুর মৃত্যুর পর শোকস্তব্ধ বাংলা সংস্কৃতি জগত।
ছবি – একটি অনুষ্ঠানে দিব্যেন্দু পালিতকে নিজের আঁকা ছবি দিয়ে সংবর্ধিত করছেন অ্যালবার্ট অশোক (ডানদিকে) – সৌজন্যে – অ্যালবার্ট অশোক