ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-র সঙ্গে সম্প্রতি দেখা হয়েছিল ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা-র। মারাদোনার সঙ্গে দেখা হওয়ার পর মাদুরো নিজে মারাদোনাকে প্রস্তাব দেন ভেনিজুয়েলা ফুটবল দলের চিফ কোচ হওয়ার জন্য। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন মারাদোনা। প্রেসিডেন্টকে জানিয়ে দেন তিনি ওই অফার গ্রহণ করতে পারছেন না। কেন পারছেন না তার কারণও জানান মারাদোনা।
মারাদোনা এখন আর্জেন্টিনার ক্লাব জিমনাসিয়া-র ম্যানেজারের দায়িত্বে রয়েছেন। সেকথা মাদুরোকে জানিয়ে মারাদোনা বলেন, তাঁর একটা দায়িত্ব রয়েছে ক্লাবের প্রতি। তাই তিনি ভেনিজুয়েলার পুরুষ ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিতে অপারগ। প্রসঙ্গত ভেনিজুয়েলার জাতীয় ফুটবল দল এখন ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে। কোচহীন অবস্থায় রয়েছে দলটি। দলকে তালিম দেওয়ার কেউ নেই।
ভেনিজুয়েলার ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে একমাস হল ইস্তফা দিয়েছেন রাফাল ডুডামেল। ফলে সেই আসন এখন খালি। সেখানে একজন যোগ্য ব্যক্তিকে চাইছে দেশ। ভেনিজুয়েলায় ফুটবলের জনপ্রিয়তা যথেষ্ট। ফলে সে দেশের জাতীয় দল নিয়ে চিন্তা করেন স্বয়ং প্রেসিডেন্টও। যা তাঁর নিজে থেকে আগ বাড়িয়ে মারাদোনাকে অফার দেওয়া থেকেই পরিস্কার। মারাদোনা রাজি হলেন না। এবার কাকে ভেনিজুয়েলা বেছে নেয় সেদিকেই চেয়ে সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা