নীতি আয়োগ বলছে এটা আমজনতার জন্য সরকারের বড়দিনের উপহার। আদপে দেশকে ক্যাশলেস অর্থনীতির দিকে নিয়ে যেতে আমজনতার জন্য সোনালি হাতছানি। ডিজিটাল লেনদেন করলে এখন খোদ সরকারই আমজনতাকে দিচ্ছে লটারি জেতার সুযোগ। ২৫ ডিসেম্বর থেকে শুরু করে এই লটারি জেতার সুযোগ থাকছে ১৪ এপ্রিল পর্যন্ত। এরমধ্যে থাকবে ডেইলি, উইকলি এবং মেগা অ্যাওয়ার্ড জেতার সুযোগ। কেমন হবে এই লটারি?
বৃহস্পতিবার নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত জানান, গ্রাহক ও ব্যবসায়ী দুজনের জন্যই থাকছে লটারি জেতার সুযোগ। গ্রাহকদের জন্য থাকছে লাকি গ্রাহক যোজনা ও ব্যবসায়ীদের জন্য থাকছে ডিজি-ধন ব্যাপার যোজনা। ৫০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রেই লটারির সুযোগ কার্যকর হবে। ২৫ ডিসেম্বর থেকে লাকি গ্রাহক যোজনায় প্রতি দিন ১৫ হাজার গ্রাহক ১ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়া প্রতি সপ্তাহে ৭ হাজার গ্রাহক ১ লক্ষ, ১০ হাজার ও ৫ হাজার টাকার লটারি জিততে পারেন।
অন্যদিকে ডিজি-ধন ব্যাপার যোজনায় প্রতি সপ্তাহে ডিজিটাল লেনদেনে ৭ হাজার ব্যবসায়ী ৫০ হাজার, ৫ হাজার ও আড়াই হাজার টাকা জেতার সুযোগ পাবেন। এছাড়া লটারির শেষ দিন অর্থাৎ ১৪ এপ্রিল একটি মেগা ড্র অনুষ্ঠিত হবে। তাতে গ্রাহকদের মধ্যে প্রথম পুরস্কার প্রাপক ১ কোটি, দ্বিতীয় পুরস্কার প্রাপক ৫০ লক্ষ ও তৃতীয় পুরস্কার প্রাপক ২৫ লক্ষ টাকা জেতার সুযোগ পাবেন। অন্যদিকে ব্যবসায়ীদের মধ্যে প্রথম পুরস্কার বিজেতা পাবেন ৫০ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার প্রাপক পাবেন ২৫ লক্ষ টাকা ও তৃতীয় পুরস্কার প্রাপক পাবেন ৫ লক্ষ টাকা পুরস্কার। ডিজিটাল লেনদেনের ট্র্যানজাকশান আইডি-র ব়্যানডম ড্রয়ের মাধ্যমে বিজেতাদের বেছে নেওয়া হবে বলে এদিন জানান অমিতাভ কান্ত।