জমি মাফিয়া সমীর ভোজওয়ানি তাঁদের বাংলোর জমি হাতাতে চাইছে। টাকার লোভ দেখাচ্ছে। পেশী শক্তি দেখাচ্ছে। ভয় দেখাচ্ছে। তিনি এ ব্যাপারে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সাহায্য চেয়েছিলেন। কিন্তু তিনি কোনও সাহায্য করেননি। তাই তিনি চান মুম্বইতে প্রধানমন্ত্রীর সঙ্গে একবার সাক্ষাৎ করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের জমি ও বাংলো বাঁচাতে সাহায্য করবেন বলে তাঁর আশা। বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানুর এই ট্যুইটে এখন রীতিমত হৈচৈ শুরু হয়েছে।
মুম্বইয়ের বান্দ্রার অভিজাত পলিহিল এলাকায় পদ্মবিভূষণ সম্মান প্রাপ্ত অভিনেতা দিলীপ কুমারের বাংলো। সেই বাংলোর জমি হাতাতে জমি মাফিয়ার চাপ আসছে বলে আগেও অভিযোগ করেছেন সায়রা বানু। অসুস্থ স্বামীকে নিয়ে জেরবার সায়রা বানুর জন্য এ এক নতুন সমস্যা। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ থাকলেও তিনি জানিয়েছেন দিলীপ কুমার ও সায়রা বানুর সঙ্গে এ বিষয়ে তিনি কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। কিন্তু সায়রা বানুর সাক্ষাৎ আবেদনে কী সাড়া দেবেন প্রধানমন্ত্রী? সময়ই তার উত্তর দেবে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)