বিনা পয়সায় শো দেখছেন অনেকে, বুঝতে পেরে অভিনব পদক্ষেপ সুপারস্টার গায়কের
তাঁর গান শুনতে গেলে মোটা টাকার টিকিট কাটতে হয়। সেখানে বিনা পয়সায় তাঁর শো দেখছিলেন কয়েকজন। বুঝতে পেরেই অভিনব পদক্ষেপের পথে হাঁটলেন গায়ক।
তাঁর গান এবং অনুষ্ঠানের সার্বিক আবহ আনন্দদায়ক হয়। মানুষ তাঁর গান শুনতে ভালবাসেন। তিনি সুপারস্টার। আমেদাবাদে একটি শো-এর আয়োজন হয়েছিল। সেখানেই তিনি গান গাইছিলেন। স্টেজ মাতিয়ে দিয়েছিলেন।
গান গাইতে গাইতে পঞ্জাবী সুপারস্টার দিলজিৎ দোসাঞ্ঝের একটি বিষয় নজরে আসে। যেখানে দর্শকরা মোটা টাকা খরচ করে টিকিট কেটে তাঁর শো দেখতে এসেছেন, সেখানে কয়েকজন দিব্যি এক টাকাও খরচ না করে তাঁর স্টেজে গান গাওয়া উপভোগ করছেন।
এটা দেখার পরই দিলজিৎ গান থামিয়ে দেন। দেখা যায় একটি হোটেলের বারান্দায় অনেকের ভিড় জমেছে। তাঁরা হোটেলের বারান্দা থেকে দিলজিতের শো এক টাকাও খরচ না করেই উপভোগ করছেন। এটা মেনে নিতে পারেননি দিলজিৎ।
পঞ্জাবী সুপারস্টার দিলজিৎ গান থামিয়ে বলেন, যাঁরা হোটেলের বারান্দায় বসে দেখছেন তাঁদের তো বেশ ভালই হল। কার্যত কথার মধ্যে একটা খোঁচা ছিল। তাঁদের লজ্জিত করার জন্যই কথাগুলো বলেন দিলজিৎ।
সেই সঙ্গে হোটেলের দিকেও আঙুল তুলেছেন তিনি। তাঁর মতে, হোটেল কর্তৃপক্ষ তাঁর সঙ্গে কার্যত খেলে দিল। বক্তব্যের অর্থ হোটেলই তার আবাসিকদের বিনা খরচে দিলজিৎ দোসাঞ্ঝের মত একজন তারকার গান শোনার ব্যবস্থা করে দিল।
যদিও তাঁর ক্ষোভ উগরে দেওয়ার পর ফের গান শুরু করেন দিলজিৎ। প্রসঙ্গত দিলজিৎ দোসাঞ্ঝ শুধুই একজন পঞ্জাবী গায়ক নন, তিনি একজন অভিনেতা, একজন টেলিভিশন ব্যক্তিত্ব এবং গীতিকারও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা