
ব্রাজিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট দিলমা রুসেফকে সাসপেন্ড করল ব্রাজিল সেনেট। ৫৫-২২ ভোটে হেরে এদিন সেনেটে কার্যত ভ্যানিস হয়ে যায় দিলমার ক্ষীণ আসা। দিলমা সাসপেন্ড হওয়ার পরই সেনেটকক্ষে খুশিতে ফেটে পড়েন তাঁকে ইমপিচ করতে চাওয়া সেনেটররা। এদিকে সাসপেন্ড হওয়ার পর দেশের উপ-রাষ্ট্রপতি ও দিলমার প্রধান প্রতিপক্ষ হিসাবে খ্যাত মিচেল টেমারের হাতে দেশের শাসনভার তুলে দিতে বাধ্য হন ব্রাজিলের বাজেট অ্যাকাউন্টিং আইন ভাঙায় অভিযুক্ত দিলমা রুসেফ। রুসেফের এদিনের পরিণতির সঙ্গে সঙ্গেই লাতিন আমেরিকার বৃহত্তম দেশে শেষ হল ১৩ বছরের বাম শাসন। ব্রাজিলের রাজনৈতিক মহলের দাবি, দিলমার ইমপিচমেন্ট এখন শুধু সময়ের অপেক্ষা।