ফিরে এল সাড়ে ১২ হাজার বছর আগে বিলুপ্ত প্রাণি, তরতরিয়ে বাড়ছে তারা
বিজ্ঞানীরা তো বটেই, গোটা বিশ্বকে অবাক করে ফিরে এল সাড়ে ১২ হাজার বছর আগে বিলুপ্ত এক প্রাণি। জীবাশ্মের হাত ধরেই প্রাণ ফিরে পেল এই বিশেষ ধরনের নেকড়ে।

তারা হারিয়ে গিয়েছিল ১২ হাজার ৫০০ বছর আগে। তারপর তাদের অস্তিত্ব পৃথিবীতে আর ছিলনা। ক্রমে তাদের কথা মানুষ ভুলেই গিয়েছিলেন। এখন তাদের সম্বন্ধে বিজ্ঞানীদের জানা থাকলেও বাকি বিশ্বের কাছে এই নেকড়েরা একেবারেই অচেনা।
আর যে প্রাণি বিলুপ্ত হয়ে গেছে তার তো আর দেখা পাওয়ার সম্ভাবনা থাকেনা। কিন্তু তাদের দেখা পাওয়া গেল। ২টি শাবকের দেখা মিলল। ২ জনেরই বয়স ৬ মাস।
ইতিমধ্যেই তাদের ওজন ৩৬ কেজি পার করেছে। সাদা ধবধবে লোমে ভরা শরীর। এদের লোমটা একটু বেশিই ঘন। তারা দিব্যি খেলে বেড়াচ্ছে।
১২ হাজার ৫০০ বছর আগেই ডায়ার উলফ নামে নেকড়েরা ঘুরে বেড়াত উত্তর আমেরিকা জুড়ে। কিন্তু একসময় তারা সেই যে লুপ্ত হয়ে যায়, তারপর থেকে তাদের আর দেখা মেলেনি।
পরে বিজ্ঞানী গবেষকেরা তাদের দেখা পান জীবাশ্মে। যা পরীক্ষা করে তাঁরা এই জীবটির সম্বন্ধে জানতে পারেন। জীবাশ্ম থেকে নানা প্রাণির কথা জানতে পারার পরম্পরা নতুন নয়।
তবে টেক্সাসের কোলোসাল বায়োসায়েন্সেস নামে সংস্থার বিজ্ঞানীরা এই বিলুপ্ত নেকড়ের জীবাশ্ম থেকে তাদের ডিএনএ সংগ্রহ করে তারপর তা থেকে ক্লোন করে এবং জিন এডিটিং করে, হুবহু এক ডায়ার উলফ-এর জন্ম দিয়েছেন।
২টি শাবক নিজেদের মত করে বড় হচ্ছে। এক্ষেত্রে তাদের খুব কাছাকাছি প্রকারের আর একধরনের নেকড়ে গ্রে উলফ-এর ডিএনএ কাজে লাগান বিজ্ঞানীরা। এভাবেই সাড়ে ১২ হাজার বছর আগে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া এক প্রাণিকে ফের পৃথিবীর বুকে ফিরিয়ে দিলেন বিজ্ঞানীরা।