বিকিনি পরে ট্রোলড দিশা পাটানি, অনুরাগীরা বললে ‘পর্নস্টার’
পোশাক বিতর্কে নেটিজেনদের মাত্রাছাড়া অশালীন আক্রমণের শিকার হলেন দিশা পাটানি।
পোশাক বিতর্কে নেটিজেনদের মাত্রাছাড়া অশালীন আক্রমণের শিকার হলেন দিশা পাটানি। যে পোশাকের জন্য কয়েক লক্ষ ‘লাইক’ পেয়েছেন তিনি। সেই ছবিতেই দিশাকে ‘পর্নস্টার’ বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। বলিউডে সদ্য পা রাখা অভিনেত্রীর কোনও লাজলজ্জা নেই বলেও মনে করছেন অনেকে।
নতুন বছরে বলিউডের ছোট বড় সব তারকারা ছুটি কাটাতে অধিকাংশই পাড়ি দিয়েছেন বিদেশে। রূপোলী পর্দার ‘মহেন্দ্র সিং ধোনি’-র প্রথম প্রেমিকা দিশা পাটানিও তার ব্যতিক্রম নন। শ্রীলঙ্কার সমুদ্র সৈকতের উষ্ণতা গায়ে মাখা দিশার সঙ্গী আবার জ্যাকি শ্রফ পুত্র টাইগার। সি-বিচে গেছেন, অথচ বিকিনি পড়বেন, না তা কি হয়? রোদের আদর গায়ে মেখে সাদা আর কালো বিকিনিতে তাই নিজের মত করে সেজে ওঠেন দিশা। চটপট ক্যামেরাবন্দি করে নেন নিজের কিছু বিশেষ মুহুর্তের ছবি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ওঠে সমালোচনার ঝড়।
অনেকেই বিকিনিতে টাইগার শ্রফের গার্লফ্রেন্ডকে মোহময়ী লাগছে বলে মনে করছেন। তাঁর সেই সাজ সমুদ্রতটের উষ্ণতার সঙ্গে যে টক্কর দেওয়ার মত একথা মানছেন অনেকেই। তবে ‘ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি’-তে দিশার ভারতীয় সৌন্দর্যের সঙ্গে তাঁর এই নতুন ‘বোল্ড’ অবতারের কোনও মিল নেই। আর সেটাকেই খুব একটা ভালভাবে নেননি তাঁর অনুরাগীরা।
(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)