অনেকটা আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমার মতোই চিত্রনাট্য। তবে বাস্তব চরিত্রর নাম গীতা অথবা ববিতা নয়। ১৯ বছর বয়সী এই মেয়েটির নাম দিব্যা কাকরান। ইতিমধ্যেই গ্রামের কুস্তির আখড়ায় পুরুষদের পর্যুদস্ত করেছেন তিনি। প্রবল দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এই মেয়েই জীবনে প্রথমবার কুস্তিতে জিতলেন মহিলা জাতীয় সিনিয়র খেতাব। ইন্দোরে দিব্যা যখন জাতীয় খেতাব জয়ের লড়াই লড়ছিলেন, তখন তাঁর বাবা অন্যান্য দিনের মতই স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে ল্যাঙট বেচছিলেন। সেই গ্রামের দঙ্গল থেকে একই নিয়মে চলে আসছেন পিতা-পুত্রী। মেয়ে যখন দঙ্গলে একের পর এক পুরুষ প্রতিযোগীকে চিৎপটাং করতেন, তখনও তাঁর বাবা দঙ্গলের বাইরে দাঁড়িয়ে বেচতেন ল্যাঙট। মেয়ের সোনা জয়ের দিনেও যার অন্যথা হল না।
এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের পর চলতি বছরের মাঝামাঝি দিব্যার কিডনিতে পাথরের সন্ধান পাওয়া যায়। চিকিৎসকেরা তাঁকে কুস্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন। ফলে বেশ কিছুদিন কুস্তির সাথে যোগাযোগ ছিল না দিব্যার। পরে সুস্থ হয়ে ম্যাটে ফিরেই চূড়ান্ত সফল পূর্ব দিল্লির গোকুলপুরের এই তরুণী। ৬৮ কেজি বিভাগে দেশের সেরা হন তিনি। সবে ১৯ বছর বয়স। এখনও জীবনের অনেকটা বাকি। সামনে কমনওয়েলথ গেমস এবং এশিয়াড। আপাতত দিব্যার পাখির চোখ এই দুই প্রতিযোগিতায় নিজের প্রতিভার স্বাক্ষর রাখা।