National

আজ দীপাবলি, উৎসবে মাতোয়ারা গোটা দেশ

আজ আলোর উৎসব দীপাবলি। ভারতের প্রধানতম উৎসবের একটি অবশ্যই এই আলোর উৎসব। ভারতের বিভিন্ন প্রান্তে এদিন বাড়িতে লক্ষ্মী পুজোর চল আছে। অনেক বাঙালি পরিবারেও হয়ে থাকে লক্ষ্মীর আরাধনা। দীপাবলি উপলক্ষে সকাল থেকেই সারা দেশ জুড়ে আলোর বিকিকিনি তুঙ্গে। এদিন দেশ জুড়ে বাড়িতে বাড়িতে দেওয়া হয় রঙ্গোলী। রঙিন আলপনায় সেজে ওঠে দুয়ার প্রাঙ্গণ, চৌকাঠ। আর পুরো বাড়ি সাজানো হয় প্রদীপ বা বাতির আলোয়। এটাই রীতি। এটাই আনন্দ। এটাই উৎসব। এখন অধিকাংশ বাড়ি সেজে ওঠে বৈদ্যুতিন আলোকমালায়। চিনের নানা ধরণের এলইডি আলোর উজ্জ্বলতা এখন বাড়ির বারান্দা, জানালা, ঘরকে সাজিয়ে তুলছে উৎসবের আবহে।

দীপাবলি মানেই বাতি বা প্রদীপের আলোর পাশাপাশি আতসবাজির রোশনাই। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে রাত ৮টা থেকে ১০টা বাজি পোড়ানোর সময় নির্ধারিত। ফলে গত বছর পর্যন্ত যে সারাদিনই ফুটফাট বাজির আওয়াজ কানে আসত, তা এবার তা অনেকটাই কম। পুলিশও বিভিন্ন প্রান্তে আমজনতাকে সচেতন করতে মাইকিং করেছে। তা সত্ত্বেও গত মঙ্গলবার দীপাবলির আগের দিন দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা থেকে নির্ধারিত সময়ের বাইরে বাজি পোড়ানোয় গ্রেফতার হয়েছেন কয়েকজন। তবে সব মিলিয়ে আলোর উৎসবের আনন্দে গোটা দেশ মুখর। দীপাবলিতে নীলকণ্ঠ পরিবারের তরফ থেকে সকল পাঠক পাঠিকার জন্য রইল দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button