১ হাজার কেজি স্টিলের কড়াইয়ের মত পাত্রটি আসলে কড়াই নয়, ইতিহাস
১ হাজার কেজি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এক দানবের মত চেহারার পাত্র। অনেকটা কড়াইয়ের দেখতে হলেও সেটি কিন্তু আদপেও কড়াই নয়।
একটি অতিকায় কড়াই। যা তৈরি হয়েছে ১ হাজার কেজি স্টেনলেস স্টিল দিয়ে। অবশ্যই বিশেষভাবে মাপ দিয়ে তৈরি করানো। চকচকে স্টিলের ঝলমলে পাত্রটি বহু দূর থেকেও নজর কাড়ে। তাতে আবার ঢালা হয়েছে ৩ হাজার ৫৬০ কেজি তেল। যা টলটল করছে পুরো পাত্র জুড়ে।
পাত্রটি কড়াইয়ের মত দেখতে হলেও তার তলার অংশটিও স্টেনলেস স্টিল দিয়েই প্রদীপের তলার অংশের মত করে তৈরি। যাতে মূল পাত্রটিকে সোজা রাখা সম্ভব হয়।
পাত্রের একটা দিকে প্রদীপের মুখের মত খাঁজ করা। সেখান দিয়ে বেরিয়ে আছে এক দানবাকৃতি সলতে। যাতে প্রদীপের মত আগুন জ্বলছে।
এতক্ষণ পর এটা পরিস্কার যে এটি একটি অতিকায় প্রদীপই। যে আকার ও আয়তনের প্রদীপ আজ পর্যন্ত কেউ কোথাও দেখেননি।
এই প্রদীপে যে ৩ হাজার ৫৬০ লিটার তেল ব্যবহার করা হয়েছে তা জৈব তেল এবং দিয়া বা প্রদীপে সঠিকভাবে ব্যবহার করা যায় এমন তেল। যা ধনতেরাসের দিন ইতিহাস গড়ল।
শুধু ভারতে নয়, গোটা বিশ্বে ইতিহাস রচনা করল এই প্রদীপ। বিশ্বের সবচেয়ে বড় প্রদীপের মর্যাদা পেল পঞ্জাবের মোহালির হিরো হোমস নামে আবাসনের এই প্রদীপ। যেখানে প্রায় ৪ হাজার মানুষের বাস।
সেই আবাসনের তরফে এবারের দিওয়ালীকে চিরদিনের করে রাখার জন্য এই ইতিহাস তৈরি করা প্রদীপ বিশেষ অর্ডার দিয়ে বানানো হয়। যা সন্ধে হলে জ্বলে উঠছে। আর সেই প্রদীপ দেখতে দূরদূরান্ত থেকেও মানুষ হাজির হওয়া শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা