১টা চোখ ঘুমের মধ্যেও খোলা থাকে, অর্ধেক ঘুমিয়ে জীবন কাটায় এই বুদ্ধিমান প্রাণি
অর্ধেক ঘুম ঘুমিয়েই জীবন কাটিয়ে দেয় এই বুদ্ধিমান প্রাণিরা। সারাজীবন যে কোনও প্রাণি পুরো না ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে তার এক উদাহরণ এই প্রাণি।
শান্তিতে ঘুমোতে পারেনা ওরা। খুব ঘুম পেলে অর্ধেক ঘুমিয়ে ক্লান্তি দূর করতে হয় তাদের। তাই যখন ঘুমোয় তখন তাদের ১টা চোখ বন্ধ থাকে, ২টো চোখ নয়। একটু অবাক করা শোনালেও এটাই ঘটনা যে এই প্রাণিদের ২টো চোখ কখনও বন্ধ হয়না ঘুমের সময়।
মানুষ সহ প্রায় সব প্রাণিই যখন ঘুমোয় তখন তাদের ২টো চোখ বন্ধ থাকে। সেটাই স্বাভাবিক। তবেই তো ঘুম সম্পূর্ণ হয়। কিন্তু এই প্রাণিরা শিকারিদের হাতে আক্রান্ত হওয়ার ভয়ে একটা চোখ খুলে ঘুমোয়। তবে এ শিকারি মানুষ নয়। জলে থাকা প্রখর বুদ্ধির অধিকারী প্রাণিগুলির ভয় জলেরই অন্য জীবদের নিয়ে।
ডলফিন এমনই এক প্রাণি যারা একটা চোখ খুলে ঘুমোয়। তাই তাদের মস্তিষ্ক ঘুমের মধ্যেও অর্ধেক সজাগ থাকে। যাতে সেসময়ও কোনও আক্রমণ থেকে তারা নিজেদের রক্ষা করতে পারে।
কিন্তু এভাবে অর্ধেক ঘুম তো শরীরের পক্ষে ক্ষতিকর। সে মানুষ হোক বা অন্য প্রাণি। রাতে অর্ধেক ঘুমিয়ে কাটাতে থাকলে দিনে জেগে থাকার সময় তাদের সতর্ক থাকা কিছুটা হলেও ঝিমিয়ে পড়বে। ক্লান্তি তাদের সম্পূর্ণ সজাগ থাকতে দেবেনা।
বিজ্ঞানীরা কিন্তু ডলফিনের ওপর পরীক্ষা করে দেখেছেন, ডলফিনরা এই অর্ধেক ঘুমেই তাদের ক্লান্তি দূর করে নিতে পারে। তাই তারা যখন জেগে থাকে তখন তাদের সতর্কতা কখনওই কম হয়না।