বিশ্বে এই প্রথম, অন্য উচ্চতায় দেশের ১৭ বছরের বিস্ময় কিশোর
বিশ্বে এর আগে কেউ এটা করে দেখাতে পারেননি। তিনি পারলেন। মাত্র ১৭ বছর বয়সেই গোটা বিশ্বকে চমকে দিয়ে দেশকে গর্বিত করলেন বিস্ময় কিশোর।
৬৪ ঘরের লড়াইয়ে বিশ্বে এমন অনেক তারকা এসেছেন যাঁরা খুব কম বয়সেই বুঝিয়ে দিতে পেরেছিলেন যে তাঁরা এ খেলায় বিশ্ব শাসন করতেই এসেছেন। সেই তালিকায় যেমন ছিলেন বিশ্বনাথন আনন্দ, তেমনই রাশিয়ার কাসপারভ এবং আরও অনেকে।
কিন্তু তাঁরাও যেটা করতে পারেননি সেটা করে দেখালেন ভারতের বিস্ময় দাবাড়ু ডি গুকেশ। মাত্র ১৭ বছর বয়সে তিনি জিতলেন ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতা। আর যোগ্যতা অর্জন করলেন বিশ্বচ্যাম্পিয়ন চিনের ডিং লিরেন-কে চ্যালেঞ্জ করার।
আজ পর্যন্ত দাবার আন্তর্জাতিক নিয়ামক সংস্থা ফিডে-র ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতায় মাত্র ১৭ বছর বয়সে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব কেউ অর্জন করতে পারেননি। সে আনন্দও নন, কাসপারভও নন। ডি গুকেশ পারলেন। দাবা বিশ্বে ভারতের হয়ে গড়লেন অনন্য ইতিহাস।
শেষ রাউন্ডে বিশ্ব ক্রমতালিকায় ৩ নম্বরে থাকা আমেরিকার হিকারু নাকামুরার সঙ্গে ড্র করেন গুকেশ। চিন্তা ছিল একটাই, অন্য বোর্ডে রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ইয়ান নেপোনিয়াশি এবং মার্কিন গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানার খেলার ফল কি হয়। ওই ম্যাচটা ড্র হওয়া জরুরি ছিল। আর সেটাই হয়। ফলে গুকেশ ক্যান্ডিডেটস দাবার শিরোপা পেয়ে যান।
প্রসঙ্গত ক্যান্ডিডেটস দাবা হল বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে কে খেলবেন দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপ তা বাছাইয়ের লড়াই। এখানে যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি দাবার বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে লড়বেন।
সেখানে স্থির হবে এবছর কে বিশ্ব চ্যাম্পিয়ন হবেন। যিনি আছেন তিনিই জিতে থেকে যাবেন, নাকি তাঁকে হারিয়ে ক্যান্ডিডেটস জিতে আসা দাবাড়ু নতুন বিশ্বচ্যাম্পিয়ন হবেন।
ফলে এবার গুকেশের লড়াই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার। ক্যান্ডিডেটসে এবার গুকেশ ছাড়াও ভারতের আরও ২ বিস্ময় দাবাড়ু প্রজ্ঞানন্দ ও বিদিত গুজরাতি ছিলেন। কিন্তু তাঁরা আশানুরূপ ফল করতে পারেননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা