প্রেসিডেন্টের সঙ্গে তর্কে জড়ানোর ফল ভুগতে হল এক সাংবাদিককে। তাঁর প্রেস পাশ বাতিল করে দিল হোয়াইট হাউস। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলন করছিলেন। সে সময়ে তাঁকে মধ্য আমেরিকার শরণার্থীদের মার্কিন মুলুকের সীমান্ত পার করা নিয়ে প্রশ্ন করছিলেন সিএনএন চ্যানেলের হোয়াইট হাউস সংবাদদাতা জিম আকোস্তা। তাঁর প্রশ্ন চলাকালীনই মার্কিন প্রেসিডেন্ট তাঁকে যথেষ্ট হয়েছে বলে জানিয়ে বসতে বলেন। কিন্তু জিম তাঁর প্রশ্ন করে যাচ্ছিলেন। এসময়ে তাঁর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন হোয়াইট হাউস ইন্টার্ন এক মহিলা। কিন্তু জিম তা দিতে চাননি। ফলে ওই মহিলা হতোদ্যম হয়ে বসে পড়েন।
এরপরই জিম আকোস্তার বিরুদ্ধে ওই মহিলার সঙ্গে অভব্যতার অভিযোগ করে তাঁর হোয়াইট হাউস প্রেস পাশ বাতিলের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই প্রেস পাশ বাতিল অবস্থায় থাকবে। অর্থাৎ জিম আকোস্তা এখন আর হোয়াইট হাউসে সংবাদ সংগ্রহে প্রবেশ করতে পারবেন না। এদিকে মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ অস্বীকার করেছেন জিম আকোস্তা। তাঁর সমর্থনে পাশে দাঁড়িয়েছেন ওখানে উপস্থিত অন্য সাংবাদিকরাও। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গেছে মার্কিন মুলুক জুড়ে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সংবাদ মাধ্যমের সঙ্গে এহেন আচরণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য খুব সুখের হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)