World

শ্রীলঙ্কার ঘটনায় ট্যুইটে সমবেদনা জানিয়েও তা মুছে দিলেন মার্কিন প্রেসিডেন্ট

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ ও তাতে এত মানুষের প্রাণহানির ঘটনার কড়া নিন্দার সঙ্গে সঙ্গে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেন অনেক রাষ্ট্রনেতাই। সেই তালিকায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু সকলকে অবাক করে সেই সমবেদনা ভরা ট্যুইট তিনি এক ঘণ্টার মধ্যে তুলেও নেন। কেন এমন দ্রুত ট্যুইটটি তিনি মুছে ফেললেন তা নিয়ে রীতিমত শোরগোল পড়ে। যদিও ওই ট্যুইট মুছে ফেলার সঙ্গত কারণই ছিল। ট্যুইটের মধ্যেই লুকিয়ে ছিল ট্যুইটটি মুছে ফেলার কারণ।

মার্কিন প্রেসিডেন্ট যে ট্যুইটটি করেন তাতে তিনি লেখেন, মার্কিন নাগরিকদের তরফ থেকে আন্তরিক সমবেদনা রইল শ্রীলঙ্কার মানুষজনের প্রতি। সেখানে চার্চ ও হোটেলে যে ভয়ংকর সন্ত্রাসবাদী হামলা হয়েছে তাতে কমপক্ষে ১৩৮ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৬০০-র ওপর মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্র সবধরনের সাহায্যের জন্য তৈরি। এই ট্যুইট সামনে আসার পর শ্রীলঙ্কার দুঃখ ভুলে বিশ্ব জুড়েই হাসাহাসি শুরু হয়ে যায়। ২০১৮-তে শ্রীলঙ্কার মোট জনসংখ্যা ছিল ২২ মিলিয়ন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট সন্ত্রাসবাদী হামলায় ১৩৮ মিলিয়ন মানুষের মৃত্যুর কথা বললে হাসাহাসির আর দোষ কী!


ট্যুইটে এই ভুল নজরে আসতেই এক ঘণ্টার মধ্যে ট্যুইটটি মুছে ফেলা হয়। তারপর ফের নতুন করে একটি ট্যুইট করেন ডোনাল্ড ট্রাম্প। তাতে তিনি সব ঠিকঠাক করে লেখেন। বাদবাকি সবকিছু একই রাখেন। কেবল ১৩৮ মিলিয়ন বদলে ১৩৮ জন মানুষ করে দেন। তবে মার্কিন প্রেসিডেন্ট যখন ট্যুইট করেছিলেন তখন মৃতের সংখ্যা ১৩৮ থাকলেও পরে তা বেড়ে দাঁড়ায় ২৯০ জন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button