ভারতীয় সিনেমায় মাইলফলক তৈরি করেছে বাহুবলী। দক্ষিণ ভারতীয় এই সিনেমা এখন জগৎবিখ্যাত। ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারতে পা দেওয়ার আগে তাঁকে স্বাগত জানাতে ও সম্মান জানাতে কোনও কিছুই বাকি রাখছেন না নেটিজেনরা। ট্যুইটারে এবার ডোনাল্ড ট্রাম্পকে বাহুবলী অবতারে সামনে আনা হল। এখানে বাহুবলীর অভিনেতা প্রভাসের মাথার জায়গায় বসানো হয়েছে ট্রাম্পের মুখ। তিনি যুদ্ধ করছেন। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে গেছে।
১ মিনিট ২১ সেকেন্ডের এই ভিডিওতে রণক্ষেত্রে যুদ্ধে ব্যস্ত বাহুবলী অবতারে সামনে আসা ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী মেলানিয়া। মেলানিয়ার মুখ বসানো হয়েছে বাহুবলী সিনেমার শিবগামী-র মুখে। এছাড়াও একটি চরিত্রে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যিনি এই ভিডিও তৈরি করেছেন তিনি জানিয়েছেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মেলবন্ধনকে তুলে ধরতেই তিনি ২ হাজার ৮০০ কোটি টাকার ব্যবসা করা বাহুবলী সিনেমার একটি অংশকে বেছে নিয়েছেন।
ভিডিওটি স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও দেখেছেন। তিনি রি-ট্যুইট করে জানিয়েছেন তিনিও ভারতে তাঁর খুব ভাল বন্ধুদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন। ভিডিওটিতে ট্রাম্প একটি ঘোড়ায় চড়ে যুদ্ধ করছেন। সঙ্গে রয়েছেন মেয়ে ইভাঙ্কা ও ট্রাম্প জুনিয়র। এই ভিডিও ভাইরাল হতেই ট্যুইটারে একের পর এক কমেন্ট আছড়ে পড়েছে। অনেকেই এই ভিডিও-কে সামনে রেখে ভারত-মার্কিন সম্পর্ককে আরও উন্নত করার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা