নমস্তে ট্রাম্প। আমেদাবাদের নতুন সাজে সেজে ওঠা মোতেরা স্টেডিয়ামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়াকে স্বাগত জানাতে এলাহি আয়োজন। গোটা স্টেডিয়াম কানায় কানায় ভর্তি। সকলের মাথায় সাদা টুপি। তাতে লেখা নমস্তে ট্রাম্প। সেখানেই ঝাঁ চকচকে মঞ্চের মাঝে বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে এদিন ট্রাম্প ও মোদী দুজনেই দুজনকে বন্ধুত্বের বার্তা দিলেন। ২ দেশের মধ্যে আগামী দিনে আরও ঘনিষ্ঠতা ও ভালবাসার বার্তা দিলেন। আর এমন অভাবনীয় উষ্ণ অভ্যর্থনা পেয়ে তিনি যে আপ্লুত তা জানালেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে গেলেন ভারতে আসার পর তাঁদের যেভাবে অভ্যর্থনা জানানো হল তা তিনি ও তাঁর স্ত্রী আজীবন মনে রাখবেন।
মোতেরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দিতেই নিজের বক্তব্য তুলে ধরেন। স্বাগত জানান ট্রাম্পকে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সুসম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে ২ দেশ এগিয়ে যাবে বলে জানান তিনি। জানান, প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের সাফল্যের কথা। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির কথা। এরপর বক্তব্য রাখতে উঠে ট্রাম্প প্রথমেই জানান তিনি ভারতকে ভালবাসেন। ৫ মাস আগে মার্কিন মুলুকে একটি বিশাল ফুটবল স্টেডিয়ামে হাউডি মোদী-র মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি স্বাগত জানিয়েছিলেন। এদিন মোতেরার ক্রিকেট স্টেডিয়ামে তাঁকে স্বাগত জানানো হল। স্টেডিয়ামটি খুব সুন্দর বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট এদিন জানান মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে প্রতিরক্ষা বিষয়ে যথেষ্ট সাহায্য করছে, করবেও। তাঁর এই সফরেই ভারতের সঙ্গে ৩ মিলিয়ন ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি হতে চলেছে বলেও জানান তিনি। জানান ভারতকে আমেরিকা কপ্টার দেবে। এছাড়া সন্ত্রাসবাদ মোকাবিলায় ২ দেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান ট্রাম্প। তিনি দাবি করেন বিশ্বের অন্যতম কুখ্যাত সংগঠন আইএস-কে পুরোপুরি মুছে দেওয়া গেছে। স্বাধীনতার পর ৭০ বছর ভারত বিশ্বের এক অর্থনৈতিক দৈত্যে পরিণত হয়েছে বলে জানিয়ে প্রশংসা করেন ট্রাম্প।
মোতেরায় এদিন ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। ভারতের সব ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চেষ্টা হোক বা প্রধানমন্ত্রীর দারিদ্র দূরীকরণের চেষ্টা। ইন্টারনেট ছড়িয়ে পড়া হোক বা ডিজিটাল ইন্ডিয়ার লড়াই। সবই এদিন জায়গা পেয়েছে ট্রাম্পের মুখে। আগামী ১০ বছরের মধ্যে ভারত থেকে দারিদ্র দূর হবে বলেও দাবি করেন ট্রাম্প। এদিন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ক্যাফেটেরিয়ায় কাজ করতেন। সেখান থেকে আজ তিনি প্রধানমন্ত্রী। এটা কিন্তু সহজ কাজ নয়। প্রবল পরিশ্রমের মধ্যে দিয়েই প্রধানমন্ত্রী তাঁর জায়গা তৈরি করেছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা