স্বামী বিবেকানন্দের নামটা বলতে গিয়ে একটু হোঁচট খান ঠিকই। কিন্তু কারও বুঝতে অসুবিধা হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার কথা বললেন। এদিন ভারতের কথা বলতে গিয়ে স্বামী বিবেকানন্দের নাম তুলে ধরেন তিনি। এছাড়া মহাত্মা গান্ধী ও সর্দার বল্লভভাই প্যাটেলের কথাও বলেন ট্রাম্প। বলেন মহাত্মা গান্ধীর সবরমতীর কথা। সেখানে লবণ আন্দোলনের কথা। ট্রাম্প যে হোমওয়ার্ক করেই বক্তব্য পেশ করেন এদিন তা পরিস্কার। ভারতে সব ধর্মের মানুষের একসঙ্গে মিলেমিশে থাকার প্রসঙ্গও টেনে আনেন তিনি।
ট্রাম্পের মুখে এদিন কিন্তু জায়গা পেয়েছে বলিউড। জায়গা পেয়েছে শাহরুখ খান ও কাজল অভিনীত সুপারহিট সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। তাও সারা ভারতের নতুন প্রজন্ম এই সিনেমাকে যেভাবে বলে এসেছে সেই ডিডিএলজে-র কথা তুলে ধরেন ট্রাম্প। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রশংসা করে তিনি বলেন এখানে বছরে ২ হাজার সিনেমা তৈরি হয়। সিনেমা যখন এলই তখন ক্রিকেটই বা বাদ থাকে কেন! তাই এদিন ক্রিকেটের প্রসঙ্গ টেনে ট্রাম্প ২টি নাম তুলে ধরেন। শচীন তেন্ডুলকর ও বিরাট কোহলি।
ভারতের বৈচিত্র্যের মধ্যের ঐক্যের কথাও এদিন বলতে ভোলেননি ট্রাম্প। তুলে ধরেন দিওয়ালী থেকে হোলির মত উৎসবের কথা। বেশ কিছু ভারতীয় স্থাপত্যের কথাও বলেন। জানান তিনি তাজমহল দেখার জন্য মুখিয়ে আছেন। মোতেরা স্টেডিয়ামে এদিন নমস্তে ট্রাম্প শেষ করে ডোনাল্ড ট্রাম্প চলে যান আগ্রার তাজমহল দর্শনে। ওখানে স্ত্রী মেলানিয়াকে নিয়ে যান তিনি। সেখান থেকে দিল্লি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে ট্রাম্পের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা