৩৫ ঘণ্টার সফরসূচি। প্রথম দিনটা ভালই কেটেছে তাঁর। দ্বিতীয় দিনটা ছিল আরও গুরুত্বপূর্ণ। কারণ এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ছিল চুক্তি স্বাক্ষর। যৌথ ভাষণ। তার আগে কর্মসূচি মেনেই এদিন রাজঘাটে যান ট্রাম্প। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সেখানে গান্ধীজির স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। রাজঘাটে একটি বৃক্ষরোপণও করেন। ভিজিটরস বুকে নিজের উপলব্ধির কথাও লেখেন। এখান থেকে হাজির হন হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে।
রাজঘাটে যাওয়ার আগে অবশ্য সকালে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন সস্ত্রীক ট্রাম্প। সেখান তাঁকে স্বাগত জানান সস্ত্রীক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রাষ্ট্রপতি ভবনে ২১ তোপধ্বনির মধ্যে দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে সম্মান জানানো হয়। রাষ্ট্রপতি ভবনে বেশ কিছুটা সময় কাটিয়ে সেখান থেকে তিনি হাজির হন রাজঘাটে।
মঙ্গলবার রাজঘাট থেকে হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ৩ বিলিয়ন ডলারের একটি সামরিক চুক্তিও সাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত অ্যাপাশে ও এমএইচ৬০ রোমিও হেলিকপ্টার কিনবে। এই কপ্টার অত্যাধুনিক। এমনকি জলের তলায় লুকিয়ে থাকা সাবমেরিনকেও ধ্বংস করতে সমর্থ। চিন যেভাবে ভারত মহাসাগরে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু করেছে। বা আরব সাগরে যেভাবে পাকিস্তান ভারতকে সমস্যায় ফেলার রাস্তা খুঁজতে ব্যস্ত। তাতে এমন হেলিকপ্টার হাতে থাকলে সেইসব চেষ্টা রুখতে অনেক বেশি সমর্থ হবে ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা