রেগে আগুন ট্রাম্প, হু-কে আর্থিক সাহায্য বন্ধ করল আমেরিকা
চিনের প্রতি হু-এর টান তিনি মেনে নিচ্ছেন না বলে জানিয়ে ট্রাম্প বলেন তিনি মার্কিন মুলুক থেকে হু-কে অর্থ প্রদান বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর কাজে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু খুশি নন নয়, বরং প্রবল ক্ষুব্ধ। মার্কিন প্রেসিডেন্ট খোলাখুলি দাবি করেছেন যে তিনি দেখছেন যে করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই হু যেন একটু বেশি চিনকে নিয়ে মাতামাতি করছে। চিনের প্রতি হু-এর টান তিনি মেনে নিচ্ছেন না বলে জানিয়ে ট্রাম্প বলেন তিনি মার্কিন মুলুক থেকে হু-কে অর্থ প্রদান বন্ধ করার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গগত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হু-তে আর্থিক সাহায্য যায় হু-এর মোট অর্থের ১৫ শতাংশের মত। সেই অর্থ প্রদান আপাতত মার্কিন মুলুক থেকে আসা বন্ধ হল।
ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন, করোনা প্রাদুর্ভাবের পর থেকে হু করোনা রুখতে যথেষ্ট কার্যকরী ভূমিকা নিতে পারেনি। বরং হু-এর কাজকর্মে অব্যবস্থা ধরা পড়েছে। করোনা ছড়িয়ে পড়া রুখতে পারেনি হু। তবে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে এটা পরিস্কার যে তিনি অনেক বেশি ক্ষুব্ধ হু-এর চিনকেন্দ্রিক চরিত্র দেখে। অবশ্য হু-কে চিনপ্রবণ বলে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই।
হু-এর প্রধান এখন টেডরস এধেনম গেব্রিয়েসস। এই প্রথম আফ্রিকা থেকে কেউ হু-এর প্রধান হয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, টেডরস নাকি ভীষণরকম চিন ঘেঁষা মানুষ। ট্রাম্প অভিযোগ করেছেন, হু যা বলছে তা অনেক দেশ শুনে চলছিল। কিন্তু পরে তারাই হু-এর প্রতি বিশ্বাস রাখতে পারছে না। করোনায় এত মানুষের মৃত্যুর জন্য সরাসরি হু-কেই কাঠগড়ায় চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা