পার্ল হারবার আক্রমণের চেয়েও খারাপ, বললেন ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর সবচেয়ে বড় হানা হিসাবে ধরা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবার আক্রমণকে। তার চেয়েও ভয়ংকর বলে অভিহিত করলেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবার আক্রমণ এক কালো অধ্যায়। আরও এক কালো অধ্যায় হল ৯/১১-র বিমান হানা। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস, টুইন টাওয়ার ধ্বংস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পার্ল হারবার আক্রমণ বা ৯/১১-র হানার চেয়েও ভয়ংকর ধাক্কা করোনা সংক্রমণ। এবারও এই করোনা প্যানডেমিকের জন্য চিনের দিকেই আঙুল তুলেছেন তিনি। চিন অবশ্য পাল্টা দাবি করেছে নিজেরা করোনা রুখতে না পেরে নজর ঘোরানোর চেষ্টা করছে আমেরিকা।
ট্রাম্প হোয়াইট হাউস থেকে জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত এমন ভয়ংকর আক্রমণের শিকার হয়নি। এটাই আমেরিকার ওপর সবচেয়ে বড় আক্রমণ। ট্রাম্প করোনাকে অদৃশ্য শত্রু হিসাবে দেখছেন। ট্রাম্প এদিন বলেন, এই ভাইরাসকে শুরুতেই আটকানো যেত। কিন্তু চিন তা আটকানোর চেষ্টা করেনি। আর তা ইচ্ছাকৃতভাবেই করা হয়নি বলে মনে করছেন ট্রাম্প।
করোনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর অনেক দেশই চিনের দিকে বেঁকা চোখে দেখেছে। কিন্তু খোলাখুলি চিনের দিকে করোনা ছড়ানোর জন্য আঙুল তোলেনি কেউ। একমাত্র আমেরিকা বাদ দিয়ে। মার্কিন প্রেসিডেন্ট শুরু থেকেই কড়া অবস্থান নিয়েছেন। সরাসরি চিনকে আক্রমণ করছেন তিনি। করোনা ছড়ানোর জন্য চিনকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা