হু-এর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করল আমেরিকা, চিনকে তোপ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করল আমেরিকা। একথা জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন : করোনা ভাইরাসের ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-কে কাঠগড়ায় আগেই চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এও অভিযোগ করেছিলেন যে চিনের অঙ্গুলিহেলনে চলছে হু। বিশ্বে করোনা ছড়িয়ে পড়া রুখতে হু সম্পূর্ণ ব্যর্থ বলেও দাবি করেছিলেন তিনি। জানিয়ে দিয়েছিলেন হু আর কোনও মার্কিন অনুদান পাবেনা। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে হু-এর সঙ্গে মার্কিন সরকারের সম্পর্ক তলানি ছুঁয়েছে। এবার সেই সম্পর্কের সরু সুতোটাও ছিঁড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের রোজ গার্ডেনে বক্তব্য রাখতে গিয়ে জানিয়ে দেন হু-এর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সব সম্পর্ক ছিন্ন করল। হু-কে যে অর্থ অনুদান হিসাবে আমেরিকা দিত তা আগামী দিনে বিশ্বে অন্য যেসব সংস্থা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কাজ করছে তাদের দেওয়া হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। হু-কে সামনে রেখে চিনের দিকে একের পর এক আক্রমণ ছুঁড়ে দেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, করোনা নিয়ে বিশ্বকে ভুল পথে পরিচালিত করতে হু-কে চাপ দিয়েছিল চিন। তাছাড়া চিনই করোনা ভাইরাসের উৎস বলে দাবি করে তিনি বলেন, করোনার পাশাপাশি দক্ষিণ চিন সাগরে সীমান্ত সমস্যা, আবার উত্তপ্ত হতে থাকা হংকং, মানবাধিকার লঙ্ঘন-এর মত একাধিক বিষয়ে জড়িত চিন। চিনকে উপযুক্ত শাস্তি দেওয়ার কথাও এদিন বলেন ট্রাম্প। এদিকে আমেরিকায় করোনা ছড়ানোর জন্য চিন পাল্টা মার্কিন সরকারকেই দায়ী করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা