মাস্কে আপত্তি ডোনাল্ড ট্রাম্পের
মাস্কে বড় একটা বিশ্বাস নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যার প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সিদ্ধান্তে পড়ল।
ওয়াশিংটন : মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার থাবা ভয়ংকর চেহারা নিয়েছে গত কয়েক মাসে। বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে প্রথমেই রয়েছে আমেরিকা। সেখানে করোনায় সংক্রমিতের সংখ্যা ৩৭ লক্ষ ৭১ হাজারের ওপর। অন্যদিকে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪২ হাজারের ওপর মানুষের। এমন ভয়ংকর চেহারা নেওয়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনও মাস্ক পরাকে দেশে বাধ্যতামূলক করতে রাজি নন।
ট্রাম্প একটি মার্কিন সংবাদমাধ্যমে জানিয়েছেন, কোনও মতেই তিনি মাস্ক বাধ্যতামূলক করতে রাজি নন। এক্ষেত্রে আমেরিকার মানুষের ব্যক্তিস্বাধীনতার বিষয়টি সামনে এনেছেন তিনি। ট্রাম্প এও জানিয়েছেন তিনি বিশ্বাস করেন না যে প্রত্যেকে মাস্ক পরলেই সবকিছু ঠিক হয়ে যাবে। প্রসঙ্গত যেখানে দেশে এভাবে করোনা ছড়াচ্ছে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট কিন্তু প্রথম মাস্ক মুখে দিয়েছেন গত ১২ জুলাই। তার আগে পর্যন্ত কোথাও তাঁকে মাস্ক পরে দেখা যায়নি।
সারা বিশ্ব জুড়েই ২টি বিষয় এখন করোনা রোখার প্রাথমিক ও আবশ্যিক শর্ত হিসাবে সামনে রাখা হচ্ছে। এক মাস্ক ব্যবহার এবং দুই সামাজিক দূরত্ব বজায় রাখা। ভারতের মত অনেক দেশেই এখন মাস্ক পরা বাধ্যতামূলক। রাস্তায় মাস্ক না পরে বার হলে জরিমানার মুখে পড়তে হতে পারে। সেখানে মার্কিন মুলুকে মাস্কে খোদ প্রেসিডেন্টের অনীহা দেশে মাস্ক পরাকে বাধ্যতামূলক করল না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা