World

কমলার নাগরিকত্ব নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন ডোনাল্ড ট্রাম্প

কমলা দেবী হ্যারিস কী মার্কিন নাগরিক? এটা ডেমোক্র্যাটদের দেখে নেওয়া উচিত। এবার এই প্রশ্ন তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ওয়াশিংটন : এক মার্কিন আইন বিশেষজ্ঞ একটি প্রশ্ন তুলে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ঘোষণা করেছেন তিনি ক্ষমতায় এলে তাঁর সরকারে ভাইস প্রেসিডেন্ট হবেন কমলা দেবী হ্যারিস। মার্কিন ওই আইন বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন যে আদৌ কী কমলা দেবী হ্যারিস মার্কিন নাগরিক? তাঁর তোলা এই প্রশ্নকে এবার হাতিয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন তিনি শুনেছেন কমলা দেবী হ্যারিস মার্কিন ভাইস প্রেসিডেন্ট হওয়ার যাবতীয় নিয়মের আওতায় পড়ছেন না। যে আইনজ্ঞ এটা লিখেছেন তিনি অত্যন্ত প্রতিভাবান গুণী মানুষ বলেই দাবি করে ট্রাম্প বলেন, তিনি জানেন না যে এটা সত্যি কিনা। তবে ডেমোক্র্যাটদের এটা খতিয়ে দেখা উচিত।

যদিও মার্কিন প্রেসিডেন্টের খোঁচার পাল্টা কমলা দেবী নিঃসন্দেহে মার্কিন নাগরিক বলেই পাল্টা সামনে এসেছে। কমলা দেবী হ্যারিসের মা ভারতীয়। বাবা জামাইকান। তবে কমলা দেবী হ্যারিস মার্কিন নাগরিক এতে কোনও সন্দেহ নেই বলেই বিভিন্ন মহল থেকে জানানো হচ্ছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক আইন বিশেষজ্ঞই জানিয়ে দিয়েছেন কমলার মার্কিন নাগরিকত্ব নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারেনা। প্রসঙ্গত এর আগেও ডোনাল্ড ট্রাম্পর তাঁর আগের প্রেসিডেন্ট বারাক ওবামার মার্কিন নাগরিক হওয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। ট্রাম্প তখন দাবি করেছিলেন ওবামা আমেরিকায় জন্মাননি। ফলে তিনি মার্কিন নাগরিক নন। যদিও সেই দাবি বিশেষ গুরুত্ব পায়নি।


Donald Trump
ফাইল : ডোনাল্ড ট্রাম্প, ছবি – আইএএনএস

কমলা দেবী হ্যারিসের মা শ্যামলা গোপালন ছিলেন ভারতীয়। তামিলনাড়ুর বাসিন্দা। ক্যানসার চিকিৎসার গবেষণার কাজে পাড়ি দিয়েছিলেন আমেরিকা। সেখানেই আলাপ হয় আমেরিকায় ইকোনমিক্স পড়াতে আসা জামাইকার বাসিন্দা ডোনাল্ড হ্যারিসের সঙ্গে। তারপর বিয়ে। তাঁদের মেয়ে কমলা দেবী হ্যারিস। ক্যালিফোর্নিয়া থেকে তিনি একজন মার্কিন সেনেটর। কমলা একজন আইনজীবীও। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তাঁর পরিচিতি মার্কিন মুলুকে রয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির সদস্য কমলা দেবী হ্যারিস এবার ভারতের গর্ব হিসাবে এখন উঠে এসেছেন মার্কিন রাজনীতিতে।

মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন জো বাইডেন। তিনিই গত মঙ্গলবার ঘোষণা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে তাঁর পছন্দ কমলা দেবী হ্যারিস। যা অবশ্যই ভারতীয়দের উচ্ছ্বসিত করেছে। কমলা দেবীর বয়স যখন ৭ বছর তখন তাঁর বাবা মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। তারপর থেকে তিনি তাঁর মায়ের কাছেই মানুষ। কমলা মনে করেন আজ তিনি যাই হয়েছেন তা তাঁর মায়ের জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button