ভারত করোনায় মৃত্যুর সঠিক হিসাব দিচ্ছে না, তোপ ট্রাম্পের
ভারতের বিরুদ্ধে জোড়া তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরম ‘বন্ধু’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউ ইয়র্ক : নভেম্বরের শুরুতেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নির্বাচনে তাঁর প্রধান প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেন মুখোমুখি হলেন।
সামনাসামনি যুক্তির লড়াই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বৈশিষ্ট্য। ফক্স নিউজ এই যুক্তি তর্কের আয়োজক ছিল। সেখানে ট্রাম্প ও বাইডেন একে অপরকে সরাসরি ও ব্যক্তিগত আক্রমণ করতেও বাকি রাখেননি।
আঙুল তুলে মুখ বন্ধ রাখার নির্দেশ, সবই মিথ্যা বলার অভিযোগ, এই পদ সামলানোর সক্ষমতাই নেই বলে কটাক্ষ সহ ২ জনের একে অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ি চলছিল। এরমধ্যেই বাইডেন খতিয়ান তুলে ধরে বলেন বিশ্বে এখনও ১০ লক্ষ মানুষের করোনায় মৃত্যু হয়েছে। তার মধ্যে মার্কিন মুলুকেই ২ লক্ষ। আর তখনই আসে ভারতের নাম।
এ কথা শোনার পর পাল্টা ট্রাম্প উত্তর দিতে গিয়ে সরাসরি ভারতের নাম করে তোপ দাগেন। ট্রাম্পের দাবি ভারত, রাশিয়া ও চিনে করোনায় কত মৃত্যু হয়েছে তা কেউ জানেনা। এই দেশগুলো তাদের করোনায় মৃত্যুর সঠিক হিসাব দিচ্ছেনা। মৃতের সংখ্যা জানতেই দিচ্ছেনা কাউকে।
এভাবে সরাসরি ভারতের দিকে আঙুল তোলাতে হতবাক ভারতবাসী। কারণ এতদিনে ভারতবাসীর এই ধারণা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ভাল। ২ জনই নিজেদের পরম বন্ধু বলেও দাবি করেন প্রকাশ্যে। সেখানে মার্কিন প্রেসিডেন্সিয়াল ডিবেটে সরাসরি ভারতকে আক্রমণ করে বসলেন ট্রাম্প!
শুধু এখানেই শেষ নয়, ট্রাম্প ভারতের বিরুদ্ধে আরও তোপ দাগেন। বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন চিন বাতাসে দূষণ ছড়িয়ে চলেছে। দূষণ ছড়াচ্ছে ভারত ও রাশিয়াও। ফের ভারত! জলবায়ু দূষণ নিয়েও ট্রাম্পের তোপ থেকে রেহাই পেল না ভারত।
রাশিয়াকে আক্রমণটা বোঝা গেলেও ভারতের বিরুদ্ধেও ট্রাম্প কেন এতটা সোচ্চার তা পরিস্কার হচ্ছে না অনেকের কাছেই। এমনকি তাঁর ভোটব্যাঙ্কেও রয়েছেন ভারতীয়রা। ট্রাম্প ও বাইডেন তাঁদের প্রথম মুখোমুখি তর্কে যেভাবে একে অপরের দিকে ব্যক্তিগত আক্রমণ, কুৎসা ছুঁড়ে দিলেন তাও অবাক করছে অনেককে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা