হাসপাতালে ভর্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
হাসপাতালে ভর্তি করা হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। করোনা ধরা পড়ার পর তিনি আইসোলেশনে ছিলেন।
নিউ ইয়র্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভর্তি করা হল হাসপাতালে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক শঁ কোনলে তাঁকে পরীক্ষা করেন। তারপরই তিনি পরামর্শ দেন ট্রাম্পকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করা দরকার। দ্রুত পদক্ষেপ করা হয় তাঁর পরামর্শ মেনে।
ট্রাম্পকে আমেরিকার সেরা সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁকে পর্যবেক্ষণে রাখার জন্য একটি চিকিৎসক দল তৈরি করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা পরীক্ষা হয়েছিল। তাতে ২ জনেরই পজিটিভ আসে রিপোর্ট। ট্রাম্প ও মেলানিয়া নিজেরাই আলাদা আলাদা করে জানান তাঁরা সংক্রমণের শিকার হয়েছেন। তাই আইসোলেশনে যাচ্ছেন।
ট্রাম্প ও মেলানিয়া আইসোলেশনে যান। তখনও ট্রাম্পকে হাসপাতালে ভর্তির কথা চিন্তা করা হয়নি। অবশেষ তাঁর ব্যক্তিগত চিকিৎসক সংক্রমণের শিকার ট্রাম্পকে পরীক্ষা করার পর আর ঝুঁকি নিতে চাননি।
নভেম্বরের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার কুর্সিতে বসা নির্ভর করছে সেই নির্বাচনের ওপর। নির্বাচনের প্রচারের জন্য হাতে আর মাত্র কয়েকটা সপ্তাহ। অক্টোবর মাসটা। কারণ নভেম্বরের শুরুতেই নির্বাচন।
প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেন তাঁর প্রচার চালিয়ে যাচ্ছেন জোরকদমে। ট্রাম্পও তাই করছিলেন। কিন্তু ট্রাম্পের সেই প্রচারাভিযান এবার বড় ধাক্কা খেল। কারণ হাসপাতালে করোনা নিয়ে ভর্তি হওয়ায় ট্রাম্প ফের সুস্থ হয়ে কবে প্রচারে ফিরতে পারবেন তা এখনই পরিস্কার নয়। এদিকে হাতে খুব কম সময়ই রয়েছে প্রচারের জন্য।
ট্রাম্পের জন্য যেটা বড় চিন্তার কারণ হল তা হল ভোটের প্রচার। হাতে সময় কম। শেষ মুহুর্তে প্রচারেও গতি আসার কথা। কিন্তু সেই গতি ট্রাম্প সংক্রমণের শিকার হওয়ায় থিতিয়ে গেল।
একেই সমীক্ষা বলছে ট্রাম্পের চেয়ে নির্বাচনে পাল্লা ভারী জো বাইডেনের। এই পরিস্থিতিতে প্রচারে গুরুত্ব দিয়ে ভোটের হাওয়া নিজের দিকে ঘোরানোর একটা মরিয়া চেষ্টা করতে ট্রাম্প এতটুকু গাফিলতি করতেন না। সে সুযোগ ভোটের আগে ট্রাম্প কতটা পাবেনা তা নির্ভর করছে তিনি কত দ্রুত সুস্থ হয়ে ওঠেন তার ওপর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা