কয়েক সেন্টিমিটারের জন্য প্রাণে বাঁচলেন ডোনাল্ড ট্রাম্প, যোগ্য জবাব পেল তরুণ
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে চলল গুলি। যে ঘটনার নিন্দা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। যে গুলি চালিয়েছিল তাকে যোগ্য জবাব দিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস।
বিশাল জনসভা। খোলা মঞ্চ। কর্মী সমর্থক নেহাত কম ছিলেননা। দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে প্রার্থী হিসাবে জনসভা করছিলেন সে দেশের রিপাবলিকান পার্টির সদস্য তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎই তাঁর ওপর গুলি চলে।
কয়েক সেন্টিমিটারের জন্য প্রাণে বেঁচে যান ট্রাম্প। গুলি তাঁর ডান কানের উপরের অংশ ছুঁয়ে বেড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে রক্ত ঝরতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় ঝুঁকে যান ট্রাম্প।
দ্রুত ট্রাম্পকে ঘিরে ফেলেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটে আমেরিকার পেনসিলভানিয়ার বাটলার শহরে। সেখানেই জনসভার সময় ঘটে ঘটনাটি।
এদিকে সেই সময় ট্রাম্পের সুরক্ষার দায়িত্বে থাকা স্নাইপার দল চিহ্নিত করে ফেলে ওই আততায়ীকে। সে একটি ছাদ থেকে গুলি চালায়। তাকে পাল্টা সেখানেই গুলি করেন স্নাইপাররা। গুলিতে শেষ হয় ওই বন্দুকবাজের জীবন।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ওই বন্দুকবাজের পরিচয়ও জানতে পেরেছে। বছর ২০-র ওই তরুণের নাম টমাস ম্যাথিউ ক্রুক। পাল্টা গুলিতে তার মাথা উড়ে যায় বলেই খবর। সে একাই ছিল, নাকি তার সঙ্গে আরও কেউ ছিল তার খোঁজ শুরু হয়েছে।
এই ঘটনায় ট্রাম্প রক্ষা পেলেও বন্দুকবাজের গুলিতে ওই জনসভায় উপস্থিত ১ জনের জীবন গেছে। ২ জন গুরুতর আহত। ট্রাম্পের ওপর হামলার নিন্দা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিন্দা করে সাফ জানিয়েছেন রাজনীতিতে হিংসার কোনও জায়গা নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা