ইরান, ইরাক, লিবিয়া, সুদান, সোমালিয়া, ইয়েমেন, লিবিয়া। এই ৭টি দেশের বাসিন্দাদের মার্কিন মুলুকে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই নির্দেশ আদালতে আটকে যায়। কিন্তু ট্রাম্পও ছাড়বার পাত্র নন। তিনি তখনই জানিয়েছিলেন, এই ট্রাভেল ব্যান তিনি আরোপ করেই ছাড়বেন। যেমন বলা, তেমন কাজ। ফের এদিন সেই নির্দেশনামায় সই করলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তালিকায় সামান্য রদবদল হয়েছে। ইরাকের নামটা বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। ফলে আর ৭টি দেশ নয়, আমেরিকায় ঢুকতে পারবেন না বাকি ৬টি দেশের বাসিন্দারা। আগামী ১৬ মার্চ থেকে তাঁদের ভিসা ইস্যু করা বন্ধ করছে আমেরিকা। আগামী ৯০ দিন এই নির্দেশ বহাল থাকবে। কিন্তু ইরাকের প্রতি এই নরম মনোভাবের কারণ? এক্ষেত্রে আমেরিকার সঙ্গে ইরাকের সুসম্পর্কের কথা তুলে ধরছেন অনেকে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের নতুন নির্দেশনামা ফের আদালতের কোপে পড়ে কিনা সে দিকে চেয়ে সকলে।