সাংসারিক অশান্তি, নাকি অন্য কিছু? নিজেদের মধ্যে কথাবার্তাও কী বন্ধ? তাবলে এই বয়সে? এমনই নানা প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে বিশ্বজুড়ে। আর হবে নাই বা কেন? যেভাবে ইজরায়েল ও তারপর রোমে বিশ্বের তাবড় মিডিয়ার সামনেই স্বামী ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে দেওয়া হাত সরিয়ে দিচ্ছেন আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া, তাতে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তবে কী আপাতত স্বামীর স্পর্শটুকুও এড়িয়ে চলছেন মেলানিয়া? ঘটনার সূত্রপাত মার্কিন প্রেসিডেন্টের ইজরায়েল সফরে। সেখানে গুরিও বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে সস্ত্রীক হাজির ছিলেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট বিমান থেকে সপরিবারে নামবার পর নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা তাঁদের স্বাগত জানান। এরপর কথা বলতে বলতে এগোন ট্রাম্প। লাল কার্পেটের ওপর কিছুটা পিছিয়ে পড়েন ট্রাম্পপত্নি মেলানিয়া। সেটা আন্দাজ করতে পেরে হাতটা পিছনের দিকে প্রসারিত করে স্ত্রীকে হাতটা ধরার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। আর ঠিক তখনই ঘটে বিপত্তি। এক ঝটকায় স্বামীর হাত সরিয়ে দেন মেলানিয়া। মার্কিন প্রেসিডেন্ট বলে কথা! প্রোটোকল আছে। মিডিয়া রয়েছে। অন্য রাষ্ট্রের প্রধান রয়েছেন। এই অবস্থায় দ্রুত অবস্থাটা সামাল দিয়ে সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করেন ট্রাম্প। কিন্তু ততক্ষণে যা ক্যামেরাবন্দি হওয়ার হয়ে গেছে। ট্রাম্প পত্নির সেই হাত সরিয়ে দেওয়ার ছবি দ্রুত ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। সে খবর নিশ্চয়ই ট্রাম্প দম্পতির কানেও পৌঁছেছিল। কিন্তু তারপরও রোমে যা হল তাতে অনেকেই হতবাক। ইতালি সফরে রোমের বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টের বিমান অবতরণের পর বেরিয়ে আসেন ট্রাম্প দম্পতি। বেরিয়েই সকলের উদ্দেশ্যে হাত নাড়েন ট্রাম্প। তারপর পাশে থাকা স্ত্রীর দিকে ডান হাত বাড়িয়ে দেন। কিন্তু ট্রাম্পের হাত তাঁর হাতের কাছে আসতেই দ্রুত চুল ঠিক করার অছিলায় হাত সরিয়ে নেন মেলানিয়া। ফের অপ্রস্তুতের শিকার মার্কিন প্রেসিডেন্ট। এবার বোধহয় এমন অবস্থা সামলানোর জন্য তৈরি ছিলেন ট্রাম্প। সবকিছু স্বাভাবিক দেখিয়েও স্ত্রীর সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখে অন্যপাশের রেলিং ধরে নেমে আসেন তিনি। কিন্তু এখানেই ক্যামেরায় ধরা পড়ে সবকিছুই। সবার এখন একটাই প্রশ্ন মনোমালিন্য কতটা চরমে পৌঁছেছে যে ট্রাম্প দম্পতি সকলের সামনে এমন কাণ্ড ঘটিয়ে ফেলছেন? অনেকেই এদের কাণ্ড দেখে মুখ টিপে হাসাহাসিও শুরু করে দিয়েছেন।