প্রাথমিক জেরার পর সন্দেহ হয়েছিল এ বোধহয় মানসিক রোগীর খামখেয়ালিপা। কিন্তু না। তদন্তে সইফুল্লা সাইপভের আইসিস জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয় মার্কিন পুলিশ। এদিকে এই হামলার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন মুলুকে স্থায়ীভাবে থাকার জন্য গ্রিন কার্ড লটারি বন্ধ করে দেবেন তিনি। বরং সে জায়গায় গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে যোগ্যতা।
গত মঙ্গলবার বিকেলে ম্যানহাটনের বাইক লেনে ট্রাক নিয়ে চড়াও হয় ২৯ বছরের উজবেক যুবক। ঘটনাস্থলে প্রাণ হারান ৮ জন। হ্যালোউইন উৎসব থাকায় রাস্তায় লোকজনের সংখ্যাও বেশি হবে অনুমান করেছিল সইফুল্লা। জেরায় তদন্তকারী অফিসারদের সে জানিয়েছে, এক বছর আগে এই হামলার পরিকল্পনা করা হয়। ঘাতক গাড়িটি যদিও দু মাস আগে ভাড়া নেওয়া হয়েছিল।
সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের এক নেতার আমেরিকাবিরোধী ভিডিও দেখেই হামলার ছক করেছিল সাইপভ। নিজের দুষ্কর্মের জন্য একটুও অনুশোচনা দেখা যায়নি তার মধ্যে। এমনকি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় ইসলামিক স্টেটের পতাকা দেখতে চায় সে।
৯/১১-র হামলার পর ম্যানহাটনের ঘটনা নাড়িয়ে দিয়েছে মার্কিন প্রশাসনকে। স্থানীয় মানুষ এখনও আতঙ্কে রয়েছেন। উৎসবের পরিবেশে আরও কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা।