১১টি নতুন দূরদর্শন চ্যানেলের সম্প্রচার শুরু করল প্রসার ভারতী। গত শনিবার এই নতুন ১১টি চ্যানেল চালু করে তারা। লোকসভা নির্বাচনের আগেই ১১টি নতুন চ্যানেল আনা যথেষ্ট গুরুত্বের চোখেই দেখছে সংশ্লিষ্ট মহল। ১১টি রাজ্যের জন্য এই ১১টি চ্যানেল আনা হল। ডিডি বাংলা, ডিডি উত্তরপ্রদেশ, ডিডি ওড়িশার মত ইতিমধ্যেই অনেক রাজ্যের জন্য আলাদা আলাদা করে সেখানকার স্থানীয় ভাষায় চ্যানেল রয়েছে ডিডি-র। এবার তারা দেশের আরও ১১টি রাজ্যের জন্য চ্যানেল আনল।
যে ১১টি রাজ্যের জন্য এদিন চ্যানেল চালু হল তার মধ্যে ৫টিই উত্তরপূর্বের রাজ্য। সেগুলি হল মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা। এই ৫টি ছাড়া অন্য ৬টি রাজ্য হল গোয়া, হরিয়ানা, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ। ডিডি ফ্রি ডিশের মাধ্যমে এই চ্যানেলগুলি উপভোগ করার সুযোগ পাবেন দর্শকেরা।
নতুন ১১টি চ্যানেল আসার পর অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই চ্যানেলগুলি স্থানীয় সংস্কৃতিকে শক্তিশালী করবে। পূরণ হবে মানুষের চাহিদা। এই চ্যানেলগুলির মধ্যে দিয়ে ওইসব রাজ্যের প্রতিভারাও একটা প্ল্যাটফর্ম পাবেন নিজেদের প্রতিভাকে সারা দেশের সামনে তুলে ধরার।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)