৩৫ বছর পর দূরদর্শনে ফিরছে ফৌজি, শাহরুখ খান কি থাকছেন
১৯৮৯ সালে একটি টিভি সিরিয়াল দেশের মানুষকে টিভির সামনে বসিয়ে দিয়েছিল। শাহরুখ খানের সেটাই আত্মপ্রকাশ। তারপরটা ইতিহাস। এবারও কি সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হতে চলেছে।
৮০-র দশকে ক্রমে টিভি ছড়িয়ে পড়ছিল ঘরে ঘরে। ১৯৮৯ সালে টিভির পর্দায় ছিল হাতেগোনা কয়েকটি সিরিয়াল। যার একটি অবশ্যই ফৌজি। এমন এক সিরিয়াল যা দেখার জন্য দেশের মানুষ তখন অপেক্ষা করে থাকতেন। আর তার অন্যতম কারণ ছিলেন শাহরুখ খান।
একদম অন্যরকম এক অভিনয়ের ধরন নিয়ে টিভির পর্দায় সেদিন আত্মপ্রকাশ করেন শাহরুখ খান। সেদিনের সেই তরুণ ছেলেটির এনার্জিতে ভরপুর অভিনয় মোহিত করেছিল দেশের মানুষকে।
ফৌজি দিয়ে পর্দায় হাতেখড়ি হওয়া শাহরুখ খান তারপর আজ কোথায় পৌঁছেছেন তা নতুন করে কাউকে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবার ৩৫ বছর পর ফের ফিরছে সেই ফৌজি। তবে ফৌজি ২ হয়ে। তাও আবার টিভির পর্দায় সেই সিরিয়াল হয়েই তার প্রত্যাবর্তন।
ফৌজি ২-তে অবশ্য শাহরুখ খান নেই। এখানে মুখ্য ভূমিকায় থাকছেন ভিকি জৈন। অঙ্কিতা লোখান্ডের স্বামী। আর থাকছেন গওহর খান। ২ জনই সেনার উচ্চপদে কর্মরত ২ আধিকারিকের ভূমিকায় অভিনয় করবেন।
শাহরুখ খানের ফৌজির মতই ফৌজি ২ টিভির পর্দায় সেই পুরনো ম্যাজিক ফিরিয়ে আনতে পারবে। অবশ্যই কাহিনি এগোবে সেনাদের জীবনকে সামনে রেখেই।
তবে কাহিনিতে অনেক ধরনের পরত রাখার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন সিরিয়ালের পরিচালক সন্দীপ সিং। এই সিরিয়াল ভারতের নতুন প্রজন্মকেও আকৃষ্ট করতে পারবে বলে মনে করছেন সকলে।
এই সিরিয়ালের প্রত্যাবর্তনের খবরে আপ্লুত দূরদর্শনের কর্তারাও। তাঁদেরও বিশ্বাস দূরদর্শনের অন্যতম সফল ধারাবাহিক ফৌজি-র মত ফৌজি ২-ও সফল হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা