SciTech

মানুষহীন কফির দোকানে কফি দেবে একরকম দেখতে সুন্দরী মডেলরা

এ দোকানে কোনও দোকানি থাকবেন না। থাকবেন না একজনও কর্মচারি। গ্রাহকদের দেওয়া অর্ডার মত কফি টেবিলে পৌঁছে দেবে একরকম দেখতে সুন্দরী মডেলরা।

এমন দোকান না কেউ দেখেছেন। না এমন দোকানের কথা কেউ শুনেছেন। এমন দোকান এই বিশ্বে নেই। তেমনই এক দোকান এবার পাওয়া যাবে। আপাতত ১টিই তৈরি হচ্ছে। তবে আগামী দিনে কফি শপের চেহারা কেমন হতে চলেছে তার একটা ট্রেন্ড বা প্রবণতা তৈরি করে দেবে এই অভিনব কফির দোকান।

দোকানে কফি পাওয়া যাবে। পাওয়া যাবে আইসক্রিমও। গ্রাহকরা এসে দোকানে বসে কফি পান করতে বা আইসক্রিম খেতেই পারেন। তাঁদের অর্ডার করা কফি তাঁদের টেবিলে পৌঁছে দিয়ে যাবে সুন্দরী মডেলরা।


একাধিক সুন্দরী তৈরি থাকবে গ্রাহকদের অর্ডারমত কফি টেবিলে পৌঁছে দিতে। তবে এই একাধিক মডেলই কিন্তু একরকম দেখতে। তাদের দেখতেও এক, পোশাকও এক। দেখে মনে হতে পারে যমজ। কিন্তু এরা কেউই রক্তমাংসের মানুষ নয়।

দুবাইতে ২০২৩ সালে এমনই একটি মানববিহীন কফি শপের উদ্বোধন হতে চলেছে। যা বিশ্বে প্রথম। যে দোকানে না কোনও ক্যাশিয়ার থাকবেন, না কোনও কর্মচারি। সবটাই রোবটদের হাতে।


গ্রাহকদের সার্ভ করার জন্য তৈরি করা হয়েছে সুপারমডেল ডায়ানা গাবদুলিনা-র মত দেখতে একাধিক সুন্দরী রোবট। দোকানে সবই মেশিনে হবে। গ্রাহকদের টাকাও মেশিনেই দিতে হবে।

একটা দোকান চলবে। কিন্তু কোনও মানুষ সেখানে থাকবে না। দোকানটি ২৪ ঘণ্টাই খোলা থাকবে বলে স্থির হয়েছে। নাম দেওয়া হয়েছে ডোনা সাইবার কাফে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button