প্রতি মাসে সাড়ে ৫ লক্ষ টাকা করে কোনও কাজ না করেই পাবেন দেশের যুবক
প্রতি মাসে সাড়ে ৫ লক্ষ টাকা। তাও কিছু না করে। সেটাও আবার টানা ২৫ বছর। এখনও কথাটা বিশ্বাস করতে পারছেন না ওই ভাগ্যবান ভারতীয় যুবক।
মাসে সাড়ে ৫ লক্ষ টাকা মাইনে কজন পান? নেহাতই সামান্য সংখ্যক যুবক রয়েছেন যাঁরা এই অঙ্কের মাইনে পান। কিন্তু তার জন্য তাঁদের মেধার পরিচয় দিতে হয়। কাজ করতে হয়।
কিন্তু এক ভারতীয় যুবতীয় যুবকের অ্যাকাউন্টে কাজ না করেই সাড়ে ৫ লক্ষ টাকা করে প্রতি মাসে ঢুকে যাবে। আর তা চলতে থাকবে আগামী ২৫ বছর ধরে।
এখন ওই যুবকের বয়স ৩৮ বছর। এই যে তিনি প্রতি মাসে সাড়ে ৫ লক্ষ টাকা করে পেতে শুরু করবেন, তা তিনি তাঁর ৬৩ বছর বয়স হওয়া পর্যন্ত পাবেন।
চাইলে পায়ের ওপর পা তুলে সারা জীবন কাটিয়ে দিতে পারেন তিনি। কোনও কাজ না করেই বিলাসবহুল জীবন যাপন করতে পারেন। কিন্তু কি এমন হল যে স্বপ্নাতীত এমন এক ঘটনা ঘটে গেল যুবকের জীবনে? বদলে গেল বাকি জীবনটা?
উত্তরপ্রদেশের আজমগঢ় থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে চাকরি করতে ৫ বছর আগে পাড়ি দিয়েছিলেন মহম্মদ আদিল খান। দুবাইয়ের একটি রিয়েল এস্টেট সংস্থায় তিনি স্থপতি হিসাবে কাজ করেন।
৮ মাস আগে আদিল ফাস্ট৫ নামে একটি লটারির টিকিট কাটেন। ২৫ দিরহাম যা ভারতীয় মুদ্রায় ৫৬০ টাকার মত, তা দিয়ে একটি টিকিট কাটেন আদিল। আর সেই নম্বরই অবশেষে প্রথম হয়েছে।
যার মানে আদিল আগামী ২৫ বছর ধরে প্রতি মাসে ২৫ হাজার দিরহাম যা ভারতীয় মুদ্রায় সাড়ে ৫ লক্ষ টাকারও কিছু বেশি, তা পেতে থাকবেন। মহম্মদ আদিল খান এখনও বিশ্বাস করতে পারছেন না তিনিই সেই ভাগ্যবান।
আদিল মনে করছেন তাঁর সারা জীবনটা নিশ্চিন্তে কাটানোর ব্যবস্থা এই ৩৮ বছরেই হয়ে গেল। এখন তিনি চান তাঁর পুরো পরিবার নিয়ে দুবাইতেই থাকতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা