World

বাংলা পুড়ছে, ভয় ধরানো বন্যায় হাবুডুবু খাচ্ছে মরুভূমি

লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা পারদে গরম অসহ্য পর্যায়ে পৌঁছে গেছে দক্ষিণবঙ্গে। আর যেখানকার মানুষ এই গরমের সঙ্গেই দিন কাটান সেই মরুভূমি ভেসে যাচ্ছে বন্যায়।

বাংলার দক্ষিণভাগ অসহ্য গরমে পুড়ছে। পারদ কোথায় পৌঁছবে তা অজানা। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কোনও জেলায় একফোঁটাও বৃষ্টির পূর্বাভাস নেই। প্রকৃতি এখন এক তাণ্ডব খেলায় মেতে উঠেছে। যেখানে যা হচ্ছে তা চরম। বৃষ্টি হলেও চরম, গরম পড়লেও চরম, ঠান্ডাও চরম। আবার যেখানে যা হয়না সেখানে তাই হতে শুরু করেছে।

যেমন মরু অঞ্চলে যেখানে গ্রীষ্মকালে পারদ পৌঁছে যায় ৫০ ডিগ্রিতে, আগুন ঢালে সূর্য, সেখানে এত বৃষ্টি হচ্ছে যে বহু এলাকা জলের তলায় চলে গেছে। জনজীবন স্তব্ধ হওয়ার জোগাড় হয়েছে। জলে ভাসছে বিমানবন্দরও।


দুবাইয়ের নাম সকলের জানা। সংযুক্ত আরব আমিরশাহীর এই বিশ্বখ্যাত শহর এখন জলের তলায়। দেশের অনেক জায়গাতেই অতি প্রবল বৃষ্টি হচ্ছে। যার সঙ্গে এই মরুভূমির দেশ অভ্যস্তই নয়। বরং তারা অসহ্য গরমের মধ্যেই দিন কাটায়।

গরমের সঙ্গে পরিচিত তারা। ৫০ ডিগ্রি পার করে যায় পারদ। এসবের সঙ্গে লড়াই করেই জীবন কাটাতে অভ্যস্ত ইউএই। যেখানে বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হলে ২০০ মিলিমিটার পার করেনা, সেখানে এখন বন্যা। তাও গ্রীষ্মকালে।


অতি প্রবল বৃষ্টিতে দুবাইয়ের অনেক রাস্তাই জলের তলায় চলে গেছে। গাড়ি জলে ভাসছে। বিমানবন্দর জলে ভাসছে। অনেক বিমান দুবাইতে নামতেই পারেনি।

যেখানে কৃত্রিমভাবে বৃষ্টি করিয়ে মানুষ বাঁচার উপায় তৈরি করে এসেছেন সেখানে এমন বৃষ্টি যে হতে পারে তা আবহাওয়ার খামখেয়ালি আচরণ দেখিয়ে দিল। এদিকে পাকিস্তান ও আফগানিস্তানও বন্যায় ভাসছে। অতি প্রবল বৃষ্টিতে বহু এলাকা জলের তলায়। ইতিমধ্যেই ২ দেশ মিলিয়ে বন্যায় শতাধিক মানুষের প্রাণ গেছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button