মরুভূমিতে হারিয়ে যাওয়া মহিলাকে উদ্ধার করল অ্যাপ ক্যাব সংস্থার উট
অ্যাপ ক্যাব সম্বন্ধে এখন অনেকেই যথেষ্ট ওয়াকিবহাল। অ্যাপে ক্যাব বুক করলে গাড়ি আসে, আসে মোটরসাইকেলও। কিন্তু কোথাও কোথাও উটও আসে। এই ঘটনা হইচই ফেলে দিয়েছে বিশ্বজুড়ে।

মরুভূমির মাঝখানে হারিয়ে গিয়েছিলেন ২ মহিলা। চারধারে ধুধু প্রান্তর। তার মাঝে ২ মহিলা পথ হারিয়েছেন। ফলে তাঁরা আতান্তরে পড়ে যান। চারিদিকে কেউ কোথাও নেই যে জিজ্ঞাসা করবেন। অগত্যা একজন তাঁর মোবাইল ফোনটি বার করেন।
তারপর উবার নামে অ্যাপ ক্যাব সংস্থার অ্যাপটি খোলেন। এই বিপদ থেকে রক্ষা পেতে তাঁরা গাড়ি নয় অ্যাপের মাধ্যমে উট বুক করেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে এক ব্যক্তি একটি উট নিয়ে হাজির হন।
২ মহিলা তো দেখে অবাক। তাঁরা কিছুটা কৌতূহলেই উট বুক করেছিলেন। গাড়ি বুক করার অ্যাপে যে উটও বুক করা যাবে তা ভাবতে পারেননি।
ওই উট নিয়ে যিনি হাজির হন তিনি ওই মহিলাদের জানান, মরুভূমিতে যাঁরা হারিয়ে যান তাঁদের উদ্ধার করতে তিনি চলে আসেন। তবে তার জন্য তাঁকে অ্যাপ মারফত বুক করতে হয়।
এভাবে মরুভূমির মাঝে হারিয়ে যাওয়ার পর উটের পিঠে যে ফের সুরক্ষিত জায়গায় ফিরে যাওয়া যাবে তা ভাবতেও পারেননি ওই ২ মহিলা। তাঁরা তো বেজায় খুশি এভাবে অ্যাপ ক্যাব সংস্থার সাহায্যে উট রাইড বুক করে।
ঘটনাটি ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে। পুরো ঘটনার ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে দুবাইতে। দুবাই হাত্তা রোডের ওপর আল বাদায়ের নামে জায়গায় ওই ২ মহিলা এভাবে মরুভূমির মাঝে হারিয়ে যান বলে দাবি করেছেন তাঁরা।