দুবাই মানেই আকাশ ছোঁয়ার চেষ্টা। বিশ্বের উচ্চতম বাড়ি ‘বুর্জ খলিফা’-র জন্য আকাশ ছোঁয়ার চেষ্টায় দুবাইয়ের নাম অনেক আগেই সকলের জানা। সেই তালিকায় এতদিন দুবাইয়ের উচ্চতম হোটেল হিসাবে জেডব্লিউ ম্যারিয়ট মার্কুইজের নামও ছিল। কিন্তু রবিবার ম্যারিয়টকে ১ মিটারে হারিয়ে দিয়ে বিশ্বের সর্বোচ্চ হোটেলের শিরোপার পালক মুকুটে পড়ল দুবাইয়েরই জেভোরা হোটেল।
রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়া এই হোটেলটিতে ৭৫টি তলা রয়েছে। উচ্চতা ৩৫৬ মিটার। এক মাইলের ৪ ভাগের এক ভাগ। এর আগে এত উঁচু হোটেল বিশ্বের মানুষ চোখে দেখেননি। সোমবার থেকেই শুরু হচ্ছে হোটেলের অতিথি আগমন। তার আগেই রেকর্ডের খাতায় নাম তুলে লাইমলাইটে চলে এল জেভোরা।