মাদক পাচারের জন্য অভিনব সব কৌশল মাথা খাটিয়ে বার করে মাদক পাচারকারীরা। যাতে বিমানবন্দরে ধরা না পড়তে হয়। কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রেই শেষ রক্ষা হয় না। যেমন হল দুবাই বিমানবন্দরে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি নিষিদ্ধ মাদক সহ ধরা পড়ল এক মহিলা। সুসজ্জিতা ওই মহিলা ব্যাগে করে আখরোট নিয়ে যাচ্ছিল। দেখে সন্দেহজনক কিছু বোঝার উপায় নেই।
অনেকেই আখরোট খেতেও পছন্দ করেন। তা নিয়ে যাওয়ায় দোষ নেই। কিন্তু বিমানবন্দরে কর্তব্যরত আধিকারিকদের সন্দেহ হয়। তাঁরা সেই আখরোট পরীক্ষা করতে চান। বাধ্য হয়ে আখরোট পরীক্ষা করতে দিতেই হয় ওই মহিলাকে। আর আখরোটের শক্ত খোলা ভাঙতেই দেখা যায় ভিতরে আখরোটের বদলে পোরা আছে নিষিদ্ধ মাদক। গ্রেফতার করা হয় ওই মহিলাকে।
দুবাই বিমানবন্দরের আধিকারিকরা জানাচ্ছেন, মাদক পাচারকারীরা অভিনব সব কৌশল নিচ্ছে আজকাল। কদিন আগে এই বিমানবন্দরেই এক ব্যক্তিকে পাকড়াও করা হয়। সে তার মোবাইলের ব্যাটারির মধ্যে করে মাদক নিয়ে যাচ্ছিল। অনেকে বাচ্চাদের খেলনার মধ্যে করে মাদক নিয়ে যায়। এমনকি কলা বা চকোলেটের মধ্যে করেও নিষিদ্ধ মাদক পাচার চলে। নানা সময়ে এভাবে মাদক পাচার করতে গিয়ে দুবাই বিমানবন্দরে ধরাও পড়েছে অনেকে। এমনকি অনেকে পেটের মধ্যে করে মাদক নিয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা