রেড রোডে শহরের প্রথমসারির দুর্গা প্রতিমা যখন বিসর্জনের পথে তখন শহরের অন্যান্য ঘাটগুলোতেও ব্যস্ততা ছিল তুঙ্গে। যেহেতু শুক্রবারই ছিল দুর্গা প্রতিমা বিসর্জনের শেষ দিন, তাই বহু বারোয়ারি তাদের দুর্গা প্রতিমা নিয়ে রওনা দিয়েছিল গঙ্গার দিকে।
দুপুর থেকেই বাজে কদমতলা ঘাট, নিমতলা ঘাট থেকে শুরু করে অন্যান্য ঘাটগুলিতে চলে প্রতিমা বিসর্জন। সন্ধে নামার পর সেই সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। বিসর্জনকে কেন্দ্র করে ঘাটগুলোতে পুলিশি বন্দোবস্ত ছিল চোখে পড়ার মত। বৃহস্পতিবারের পর শুক্রবারও প্রতিমা নিরঞ্জনের পর গঙ্গা পরিচ্ছন্ন রাখতে তৎপর কলকাতা পুরসভা।