এখন পুজোর উন্মাদনা শুরু হয়ে যাচ্ছে মহালয়ার পর থেকে। মণ্ডপগুলোর ফিতে কাটার অপেক্ষা। মানুষের ঢল নামছে সেখানে। বৃহস্পতি, শুক্রবার ভিড় কিছুটা হলেও গত শনিবার তৃতীয়া থেকে শহরের রাস্তায় মানুষের ঢল নামে। আগে যে ভিড়টা ষষ্ঠী, সপ্তমীতে নজরে পড়ত, সেটাই এদিন তৃতীয়ার দিন নজরে পড়ল। আর সেই উন্মাদনা চতুর্থীর দিন পুজোর আমেজকে সপ্তমে চড়িয়ে দিল।
একে রবিবার, তায় চতুর্থী। ফলে সকাল থেকেই বিভিন্ন প্যান্ডেলে মানুষের ঢল নামে। যা বেলা যত গড়িয়েছে ততই বৃহৎ আকার নিয়েছে। এদিন অনেকে নামীদামী প্যান্ডেলে গিয়ে ফিরেও এসেছেন। কারণ সেখানে তখনও ঠাকুরের মুখের সামনের পর্দা সরানো বাকি। চলছে প্যান্ডেলের ফিনিশিং টাচ। তবে চতুর্থীতে যে উন্মাদনা কলকাতা দেখল, তাতে পুজোর ঢাকে কিন্তু কাঠি পড়ে গেল।
এদিন পুজোর আগের শেষ রবিবারের পুজোর বাজারও ছিল সরগরম। শেষ মুহুর্তে যাঁরা বোনাস হাতে পেয়েছেন বা যাঁরা কাজেকর্মে এতদিনে সময় করে উঠতে পারেননি, তাঁরা এদিন শেষ রবিবারে উত্তর থেকে দক্ষিণের বাজার, দোকানগুলিতে ভিড় জমান। সবমিলিয়ে বৃষ্টি বাদলা অসুর হয়ে সামনে না এলে সামনের সপ্তাহটা চুটিয়ে উপভোগ করতে কোমর বেঁধে প্রস্তুত বঙ্গবাসী।