দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন। প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল নামছে। আলো জ্বলে উঠেছে। কিন্তু আনুষ্ঠানিক পুজো শুরু হতে এখনও কিছু সময়ের অপেক্ষা। তার আগে এদিনও বেশ কিছু পুজো মণ্ডপে ঠাকুর নিয়ে যাওয়ার ছবি নজর কাড়ল। কুমোরটুলি থেকে ঠাকুর নিয়ে এদিনও বহু বারোয়ারি প্যান্ডেলের পথে রওনা দেয়। ফলে বেলা থেকে সন্ধে, কুমোরপাড়ার ব্যস্ততা ছিল তুঙ্গে।
তুঙ্গে ছিল বারোয়ারি উদ্যোক্তাদের ঠাকুর আনার আয়োজনও। পুজোর আগে এদিনই কার্যত ঠাকুর প্যান্ডেলে নিয়ে যাওয়ার জন্য ছিল শেষ দিন। এমন নয় যে আগামিকাল নিয়ে যাওয়া যাবে না। তবে সেই পর্যন্ত অপেক্ষা যে বারোয়ারি কর্মকর্তারা করতে রাজি নন, তা এদিনের ঠাকুর নিয়ে যাওয়ার ব্যস্ততা থেকেই স্পষ্ট।