পুজোর নিয়মে এখনও দুর্গাপুজো শুরু হয়নি। তা শুরু হবে মহাষষ্ঠী থেকে। কিন্তু শহর কলকাতায় পুজো লেগে গেছে। তিতলির জেরে বৃষ্টিতে বুধবার শহর কিছুটা মনমরা হয়ে কাটালেও বৃহস্পতিবার ফের রোদ ওঠায় সকলেই খুশি। বৃষ্টি ভাল লাগুক বা খারাপ, পুজোর সময় কেউই বৃষ্টি চাননা। পুজোর বাজার যেমন অনেকে আগেভাগে সেরে রাখেন, তেমনই অনেকে আবার প্রায় পুজোর মুখে এসে কেনাকাটা সারেন। আবার অনেকে পুজোর পোশাক কিনে নিলেও শেষ মুহুর্তে তার সঙ্গে মানানসই অন্যান্য উপকরণ কিনে থাকেন। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে এখন পুজোর সেই শেষ মুহুর্তের কেনাকাটা।
দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে কিন্তু এবার পুজোর বাজার বেশ ভাল। বিক্রেতারা খুশি বিক্রিবাটা নিয়ে। ক্রেতারাও নানা ধরণের পোশাক পেয়ে খুশি। চয়েস করে জিনিস কিনতে পারছেন তাঁরা। গড়িয়াহাটে এখন চলছে শেষ মুহুর্তের কেনাকাটা। ফলে বেলা বাড়লেই ভিড় বাড়ছে। যা সন্ধের পর রীতিমত নাজেহাল করে দিচ্ছে। এই চত্বরে আবার বেশ কয়েকটি নামীদামী পুজো রয়েছে। যার উদ্বোধনও প্রায় সারা। ফলে সেখানে আবার দর্শনার্থীদের ভিড় জমছে। ফলে সব মিলিয়ে জমজমাট গড়িয়াহাট। পুজোর শেষবেলায় অনেকেই ব্যস্ত পোশাকের সঙ্গে মানানসই জাঙ্ক জুয়েলারি কিনতে। পোশাকের সঙ্গে মানানসই ব্যাগও কিনছেন অনেকে। গড়িয়াহাটে দরদাম যেমন চলে, তেমন আবার অনেক জায়গায় দাম বেঁধে দেওয়া। শেষ মুহুর্তে অনেকেই কিনছেন ঘরে পড়ার পোশাক বা ঠাকুরের পোশাক।
বাঙালির শারদোৎসব প্রায় শুরুই হয়ে গেছে। ফলে অনেকে আবার শেষ মুহুর্তে বোনাস পেয়ে আসছেন গড়িয়াহাটে বাজার করতে। ছেলেমেয়ের মুখে হাসি ফোটাতে খুঁজছেন সামর্থ্যের মধ্যে পছন্দের পোশাক। পোশাক যেমনই হোক। একটা নতুন কিছু তো দরকার। বছরের এই ৪টে দিন সকলের আনন্দ করার দিন। গড়িয়াহাটে কিন্তু কিছুটা কম দামের মধ্যেও রয়েছে ভাল পোশাক। পছন্দের পোশাক। তার কেনাকাটাও মন্দ নয়।