
সপ্তমীর দুপুরে শহরজুড়ে বৃষ্টির দাপটকে গোহারান হারিয়ে দিলেন শহরবাসী। বৃষ্টির আতঙ্ককে বুড়ো আঙুল দেখিয়ে বিকেল গড়াতেই শহরের মণ্ডপে মণ্ডপে উপচে পড়ল ভিড়। উত্তর থেকে দক্ষিণ ভিড়ের চেহারা কোথাও বদলায়নি। বরং রাত যত গড়িয়েছে ততই পুজোর মাদকতা ক্রমশ গ্রাস করেছে গোটা শহরটাকে। হাজারে হাজারে মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে অপেক্ষা করেছেন পছন্দের মণ্ডপের ভিতরে ঢুকতে। দেশপ্রিয় পার্কের হাজার হাত দুর্গার টানে আসা দর্শনার্থীদের ভিড়ে জল থৈথৈ মাঠের উপর তৈরি কাঠের পাটাতনের একাংশ ভেঙে পড়ে। ভিড় জমেছে কাশী বোস লেন, থেকে সুরুচি সংঘ, মহম্মদ আলি পার্ক থেকে নাকতলা উদয়ন সংঘে। ফলে দুপুরের বৃষ্টির পর যেসব উদ্যোক্তাদের মুখের হাসি শুকিয়ে গিয়েছিল, তাঁদের মুখই বিকেলের পর উজ্জ্বল হতে সময় নেয়নি। সপ্তমীর সন্ধ্যায় শহরের উপচে পড়া ভিড়েও বড় প্রাপ্তি যানজট মুক্তি। পুজোর বাড়তি ভিড়ের জন্য যেটুকু নামমাত্র যানজট সামলাতে হয়েছে, সেটুকু বাদ দিলে এদিনের যান নিয়ন্ত্রণে ভালভাবেই পাশ করেছে কলকাতা পুলিশ।